২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

প্রকাশের জন্য এইচএসসির ফল প্রস্তুত

-

প্রকাশের জন্য প্রস্তুত করা হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এ সংক্রান্ত সংশোধিত আইনের গেজেটও গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়েছে। এখন শুধু প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা। আগের ঘোষণা অনুযায়ী ২৮ জানুয়ারি (আগামীকাল বৃহস্পতিবার) এই ফলাফল ঘোষণার সম্ভাব্য তারিখ নির্ধারিত ছিল। তবে ওই সময়ে সংসদ অধিবেশন না থাকায় অধ্যাদেশ জারি করেই এই ফল প্রকাশের চিন্তা করা হয়েছিল। পরে মন্ত্রিপরিষদের সভায় সিদ্ধান্ত হয় যেহেতু চলতি জানুয়ারি মাসেই জাতীয় সংসদের শীতকালীন অধিবেশনে আইন পাস করার পর গতকাল পরীক্ষা ছাড়া ফল প্রকাশের আইনের সংশোধনীতে প্রেসিডেন্টের স্বাক্ষর এবং গেজেট প্রকাশ করা হয়েছে।
এ দিকে এইচএসসি ও সমমানে ফল প্রকাশের দিনক্ষণের বিষয়ে গতকাল মঙ্গলবার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আমিরুল ইসলাম নয়া দিগন্তকে জানান, আমরা ফলাফল প্রকাশের জন্য চূড়ান্তভাবে প্রস্তুত রয়েছি। প্রধানমন্ত্রীর দফতর থেকে অনুমোদন পেলে এক বা দু’দিন সময় লাগবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষামন্ত্রীর অনুমতির মাধ্যমেই ফল প্রকাশের সব আনুষ্ঠানিকতা শেষ হবে। আগামী কাল বৃহস্পতিবার ফল প্রকাশ করা যাবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আমরা যেভাবে প্রস্তুতি নিয়েছি তাতে মাত্র দুই ঘণ্টার সময় দিয়ে চূড়ান্ত অনুমোদন পেলে ফলাফল প্রকাশ করতে পারব।

 


আরো সংবাদ



premium cement