২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
সাংবাদিকদের মাহবুব তালুকদার

পৌরসভা নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না

-

এই নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। তিনি বলেন, পৌরসভার নির্বাচনে ক্রমাগত সহিংসতা বেড়েই চলেছে। সহিংসতা ও নির্বাচন একসাথে চলতে পারে না।
তিনটি পৌরসভা ভোটগ্রহণ পরিদর্শন শেষে আগারগাওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরে তিনি গতকাল লিখিতভাবে এই মন্তব্য প্রকাশ করেন।
মাহবুব তালুকদার বলেন, শনিবার আমি সাভার পৌরসভার তিনটি ভোটকেন্দ্রের ১৮টি বুথ পরিদর্শন করি। বেলা ১টা পর্যন্ত ওইসব ভোটকেন্দ্রে সাত হাজার ৩১১ জন ভোটারের মধ্যে এক হাজার ২৩২ জন ভোট দিয়েছেন। তিনটি বুথে আমি তিনজন বিরোধীদলীয় প্রার্থীর পোলিং এজেন্ট দেখতে পাই। কিন্তু অন্য কোথাও তাদের এজেন্ট ছিলেন না। এ ছাড়া সাভার পৌরসভা এলাকায় আমি বিরোধীদলীয় প্রার্থীর কোনো পোস্টার দেখতে পাইনি। এমতাবস্থায়, এ নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় না।
তিনি বলেন, পৌরসভার নির্বাচনে ক্রমাগত সহিংসতা বেড়েই চলেছে। সহিংসতা ও নির্বাচন একসাথে চলতে পারে না। নির্বাচন প্রক্রিয়ার পরিবর্তন না হলে এ সহিংসতা বন্ধ করা সম্ভব নয়। এ বিষয়ে সবার ঐকমত্য আবশ্যক। যেকোনো নির্বাচনের চেয়ে মানুষের জীবন অনেক বেশি মূল্যবান।


আরো সংবাদ



premium cement