২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

হেফাজতের নতুন আমির বাবুনগরী, মহাসচিব কাসেমী

-

হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী হেফাজতে ইসলামের আমির এবং ঢাকার জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার প্রিন্সিপাল আল্লামা নূর হোসাইন কাসেমী মহাসচিব নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় জাতীয় প্রতিনিধি সম্মেলনে তারা নির্বাচিত হন।
এর আগে সম্মেলনের সভাপতি আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরীর নেতৃত্বে গঠিত ১২ সদস্যদের সাব-কমিটি হেফাজতের ১৫১ সদস্যবিশিষ্ট নতুন কমিটির প্রস্তাব দেন। এতে বলা হয়, যদি কোনো আপত্তি না আসে তাহলে আজ সোমবার হেফাজতের কেন্দ্রীয় নেতারা বসে এই কমিটি চূড়ান্ত করবেন। কমিটিতে ৩২ জন নায়েবে আমির, চারজন যুগ্ম মহাসচিব, ১৮ জন সহকারী মহাসচিবের পদ ঘোষণা করা হয়েছে। সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে কাউন্সিলর হিসেবে ৩৭০ জন শীর্ষ কওমি আলেম অংশ নেন।
পরে এক সংবাদ সম্মেলনে নবনির্বাচিত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, আমি আমির হতে চাইনি। সংগঠনে যারা সিনিয়র আছেন তারা আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি আমার দায়িত্ব অবশ্যই নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব। তিনি আরো বলেন, যারা ইসলামবিরোধী, যারা কাদিয়ানি তাদের বিরুদ্ধে হেফাজতের যে আন্দোলন সেই আন্দোলন অব্যাহত থাকবে। ইসলামের বিরোধিতাকারীদের যেকোনোভাবেই রুখে দেয়া হবে। একই সাথে হেফাজতে ইসলামের আন্দোলনে সবাইকে পাশে থাকার আহ্বানও জানান তিনি।
হেফাজতে ইসলাম বাংলাদেশের নতুন পূর্ণাঙ্গ কমিটি : আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী, মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী। উপদেষ্টামণ্ডলীÑ প্রধান উপদেষ্টা আল্লামা মুহিববুল্লাহ বাবুনগরী, উপদেষ্টা আল্লামা সুলতান যওক নদভী, মুফতি আবদুস সালাম চাটগামী, আল্লামা আব্দুল হালীম বুখারী, আল্লøামা আবদুর রহমান হাফেজ্জী, মুফতি আবদুল মালেক হালিম, মাওলানা হাফেজ কাসিম, মাওলানা তালিমুদ্দিন, মাওলানা নূরুল ইসলাম আদীব, মাওলানা জিয়াউদ্দীন, মুফতি ওয়াক্কাস, মাওলানা আবুল হাসান রংপুরী, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দেওনা, মাওলানা নোমান ফয়েজী, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা ইসহাক, মাওলানা আবদুর রকীব, মাওলানা রশিদুর রহমান, আল্লামা নূরুল হক কুমিল্লা, মাওলানা আবুল কালাম, মাওলানা ইসমাঈল নূরপুরী, মাওলানা জালাল আহমদ, মাওলানা আশেকে এলাহী, মাওলানা ফজলুর রহমান, মাওলানা ফজলুল্লাহ, মাওলানা আশেকে এলাহী পীর সাহেব উজানী।
নায়েবে আমির হলেনÑ মাওলানা নুরুল ইসলাম জিহাদী (মাখজান, ঢাকা), মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী (কামরাঙ্গীরচর), মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী, মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাওলানা শেখ আহমদ (হাটহাজারী), মুফতি আহমদুল্লাহ (পটিয়া মাদরাসা), মাওলানা আব্দুল হামিদ (পীর মধুপুর), মুফতি আরশাদ রহমানী (বসুন্ধরা), মাওলানা মাহফুজুল হক (বেফাক), মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ী (সিলেট), মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী (মোমেনশাহী), ড. আহমদ আবদুল কাদের (খেলাফত মজলিস), মাওলানা সাজিদুর রহমান (ব্রাহ্মণবাড়িয়া), মাওলানা আব্দুর রব ইউসুফী, মাওলানা ইয়াহিয়া (হাটহাজারী), মাওলানা আব্দুল আওয়াল (নারায়ণগঞ্জ), মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া (আরজাবাদ), ড. আ ফ ম খালেদ হোসেন (চট্টগ্রাম), মাওলানা সারওয়ার কামাল আজিজী (নেজামে ইসলাম), মাওলানা হাবিবুর রহমান কাসেমী (নাজিরহাট), মুফতি জসিম উদ্দিন (হাটহাজারী), মাওলানা তাজুল ইসলাম (ফিরোজ শাহ, চট্টগ্রাম), মাওলানা আনোয়ারুল করিম (যশোর), মাওলানা মুশতাক আহমদ (খুলনা), মাওলানা রশিদ আহমদ (জামিয়া ইমদাদিয়া, কিশোরগঞ্জ), মাওলানা জাফরুল্লাহ খান, মাওলানা নুরুল ইসলাম খান (সুনামগঞ্জ), মাওলানা হাবিবুর রহমান (লালবাগ মাদরাসা), মাওলানা ফুরকানুল্লাহ খলিল (দারুল মায়া’রিফ), মাওলানা নেজাম উদ্দিন (নোয়াখালী), মাওলানা উবায়দুর রহমান মাহবুব (বরিশাল), মাওলানা ইউনুস আহমদ (রংপুর), মাওলানা জাহিদুল ইসলাম বিন ইউনুস।
যুগ্ম মহাসচিব : মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মামুনুল হক, মাওলানা লোকমান হাকিম, মাওলানা নাসির উদ্দিন মুনির।
সহকারী মহাসচিব : মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা সাখাওয়াত হোসাইন খুলনা, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা মনঞ্জুরুল ইসলাম আফেন্দি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা মাহমুদুল হাসান ফাতেহপুরী, মাওলানা মুফতি আজহারুল ইসলাম, মুফতি রহিমুল্লাহ কাসেমী, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, মাওলানা মূসা বিন ইজহার, মাওলানা জাফর আহমদ ভাটুয়া, মাওলানা হাবিবুল্লাহ আজাদী, মাওলানা শফিক উদ্দিন, মাওলানা জসিমুদ্দিন লালবাগ, মাওলানা জালাল উদ্দিন আহমাদ, মাওলানা হাসান জামিল ও মাওলানা মহিউদ্দিন ইকরাম।
সাংগঠনিক সম্পাদক : মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজিবুর রহমান হামিদী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মাসউদুল করীম টঙ্গী, মাওলানা মীর মুহাম্মদ ইদ্রিস, মাওলানা শামসুল ইসলাম জিলানী, মুফতি ওমর ফারুক, মাওলানা আতাউল্লাহ আমিন ঢাকা, মাওলানা তাফহিমুল হক হবিগঞ্জ, মাহমুদলি আলম রংপুর।
অর্থ সম্পাদকÑ মুফতি মুনির হোসাইন কাসেমী, সহকারী অর্থ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ ফয়সাল, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা মুহাম্মদ আহসান উল্লাহ, মাওলানা মুহাম্মদ ইলিয়াস হামেদী, প্রচার সম্পাদকÑ মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, সহকারী প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মদ ইয়াকুব ওসমানী, মাওলানা ফয়সাল আহমদ মোহাম্মদপুর ঢাকা, মুফতি শরীফুল্লাহ, মাওলানা ফেরদাউসুর রহমান নারায়ণগঞ্জ, হাফেজ সায়েম উল্লাহ। শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি হারুন ইজহার। সহকারী শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা জুনায়েদ বিন জালাল। সাহিত্য ও প্রশিক্ষণ সম্পাদকÑ মাওলানা হারুন আজিজী নদভী, মাওলানা মাহবুবুর রহমান হামিদ। সমাজকল্যাণ সম্পাদকÑ মুফতি কুতুবুদ্দিন নানুপুরী, সহকারী সমাজকল্যাণ সম্পাদক মাওলানা হাফেজ সালামত উল্লাহ, আইনবিষয়ক সম্পাদকÑ অ্যাডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী (সাবেক এমপি), সহকারী আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিজামুদ্দিন।
দাওয়াহ সম্পাদকÑ মাওলানা নাজমুল হাসান, সহকারী দাওয়াহ সম্পাদক মাওলানা মুশতাকুন্নবী, আহমদ আলী কাসেমী। তথ্য ও গবেষণা সম্পাদকÑ মাওলানা উবায়দুর রহমান খান নদভী। ত্রাণ ও পুনর্বাসন সম্পাদকÑ মুফতি মুহাম্মদ আলী, সহকারী ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মাওলানা জাকারিয়া মাদানী, মাওলানা গাজী ইয়াকুব। ছাত্র ও যুববিষয়ক সম্পাদকÑ মাওলানা হাফেজ মুহাম্মদ খুবায়েব, সহকারী ছাত্র ও যুববিষয়ক সম্পাদক মাওলানা জিয়াউল হুসাইন, আন্তর্জাতিক সম্পাদকÑ হেলাল উদ্দিন নানুপুরী, সহকারী আন্তর্জাতিক সম্পাদক আনোয়া শাহ আজহারী, আব্দুল কাদের সালেহ লন্ডন, মাওলানা আব্দুস সালাম পাটওয়ারী, মাওলানা শুয়াইব আহমদ, মাওলানা রফিক আহমদ নিউ ইয়র্ক, মাওলানা গোলাম কিবরিয়া লন্ডন।
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকÑ মাওলানা ড. নুরুল আবছার আজহারী, সহকারী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মুফতি হুমায়ুন কবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, দফতর সম্পাদকÑ মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়ব, সহকারী দফতর সম্পাদক আবু তাহের ওসমানী, মাওলানা সিদ্দিকুল ইসলাম তোফায়েল।
নির্বাহী সদস্যÑ মাওলানা আবু তাহের নদভী পটিয়া, মুফতি কেফায়েত উল্লাহ হাটহাজারী, মাওলানা আজিজুল হক আল মাদানী, মাওলানা আলী ওসমান, মুফতি বশিরুল্লাহ, মুহাম্মদ শফি বভুয়া, আবুল হোসাইন সাতকানিয়া, হাফেজ ইলিয়াস হামেদী, আনওয়ারুল আলম চিরিঙ্গা, শেখ মুজিবুর রহমান, আব্দুর রহমান কাসেমী বিবাড়িয়া, কারি জহিরুল ইসলাম, জামিল আহমদ চৌধুরী মৌলভীবাজার, বশির আহমদ মুন্সীগঞ্জ, তাফাজ্জুল হক আজিজ সুনামগঞ্জ, আলী আকবর সাভার, আবু আব্দুর রহিম নরসিংদী, আব্দুল কুদ্দুস মানিকনগর, মুফতি আবু সাঈদ ফরিদাবাদ মাদরাসা, এনামুল হক আল মাদানী, আব্দুল মুবিন, মুহাম্মদ উল্লাহ জামি, রফিকুল ইসলাম মাদানী, হাফেজ শুয়াইব মাক্কি, নূর হুসাইন নুরানী, মাওলানা আব্দুল মান্নান আম্বরশাহ, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা রাশেদ বিন নূর ও মাওলানা সাঈদ নূর।


আরো সংবাদ



premium cement