২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

কোয়ারেন্টিন ও আইসোলেশনে ৫২ হাজার করোনা রোগী

-

করোনায় দেশে এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন চার লাখ এক হাজার ৫৮৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন তিন লাখ ১৮ হাজার ১২৩ জন। মারা গেছেন পাঁচ হাজার ৮৩৮ জন। ফলে এখন পর্যন্ত আক্রান্ত রোগী আছেন ৭৭ হাজার ৬২৫ জন। এদের মধ্যে দেশের বিভিন্ন স্থানে কোয়ারেন্টিন ও আইসোলেশনে আছেন ৫১ হাজার ৮১৩ জন করোনারোগী। গতকাল প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন মিলে নতুন করে কোয়ারেন্টিন করা হয়েছে ৮৮২ জনকে। ছাড়া পেয়েছেন ৭৭৪ জন। এ পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন পাঁচ লাখ ৫১ হাজার ৮৬৫ জন। ছাড়া পেয়েছেন পাঁচ লাখ ১২ হাজার ১৪৭ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ৭১৮ জন। অন্য দিকে আইসোলেশনে গতকাল যুক্ত হয়েছেন ১৮৮ জন। ছাড়া পেয়েছেন ১৩৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন ৮৫ হাজার ৫১৩ জন। অন্য দিকে ছাড়া পেয়েছেন ৭৩ হাজার ৪১৮ জন। অর্থাৎ বর্তমানে আইসোলেশনে আছেন ১২ হাজার ৯৫ জন।
গতকাল মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনা সংক্রান্ত নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি বিশ্লেষণে এসব তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের কারণে আরো ২০ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে সরকারি হিসাবে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচ হাজার ৮৩৮ জনে। গত ২৪ ঘণ্টায় করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন এক হাজার ৩৩৫ জন। এখন পর্যন্ত চার লাখ এক হাজার ৫৮৬ জন শনাক্ত হয়েছেন। অন্য দিকে গত একদিনে সুস্থ হয়েছেন এক হাজার ৫২৩ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন তিন লাখ ১৮ হাজার ১২৩ জন। গত একদিনে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ১৪ জন পুরুষ ও ছয়জন নারী। এখন পর্যন্ত করোনায় চার হাজার ৪৯৪ জন পুরুষ এবং এক হাজার ৩৪৪ জন নারী মারা গেছেন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব বয়সী ১২ জন, ৫১-৬০ বছরের মধ্যে তিনজন, ৪১-৫০ বছরের মধ্যে দুইজন, ৩১-৪০ বছরের মধ্যে একজন, ২১-৩০ বছরের মধ্যে একজন এবং ১১-২০ বছরের একজন মারা গেছেন। আবার বিভাগ বিশ্লেষণে দেখা যায়, গতকাল ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রাম বিভাগে দুইজন এবং খুলনায় একজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের সবাই হাসপাতালেই মারা গেছেন।
সোনারগাঁওয়ে আরো ৪ জন করোনায় আক্রান্ত
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে নতুন করে আরো চারজন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় ১১ জনের নমুনা পরীক্ষার রিপোর্টে চারজনের দেহে করোনা শনাক্ত হয়েছে, যা নমুনা সংগ্রহের তুলনায় আক্রান্তের সংখ্যা শতকরা ৩৬.৩৬ শতাংশ। বর্তমানে সোনারগাঁওয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৬২৪ জন। নতুন করে একজন সুস্থসহ মোট সুস্থ হয়েছেন ৫৮৮ জন, মারা গেছেন ২২ জন। গতকাল মঙ্গলবার দুপুরে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।
রাজশাহী বিভাগে ৪৩ জন শনাক্ত
রাজশাহী ব্যুরো জানায়, রাজশাহী বিভাগে ২৪ ঘণ্টায় ৪৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলেছে। গত সোমবার নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। গতকাল মঙ্গলবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: গোপেন্দ্রনাথ আচার্য্য সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার বিভাগের বগুড়ায় ১০ জন, রাজশাহীতে ২০ জন, নওগাঁয় একজন, সিরাজগঞ্জে সাতজন এবং পাবনায় পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন বিভাগে ১১২ জন করোনারোগী সুস্থও হয়েছেন। এর মধ্যে ৫৯ জনের বাড়ি বগুড়া। এ ছাড়া সিরাজগঞ্জের ৫০ জন, পাবনার দুইজন এবং রাজশাহীর একজন সুস্থ হয়েছেন। বিভাগে এ পর্যন্ত করোনায় ৩১৯ জনের মৃত্যু হয়েছে। বিভাগে এখন আক্রান্ত রোগীর সংখ্যা মোট ২০ হাজার ৮৪৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৫৪৩ জন। হাসপাতালে ভর্তি আছেন দুই হাজার ৪৯৩ জন।
চট্টগ্রামে নতুন শনাক্ত ৯৩ জন
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় এক হাজার ২৯৮ জনের নমুনা পরীক্ষা করে করোনায় সংক্রমিত শনাক্ত হয়েছেন ৯৩ জন। নতুন শনাক্তদের মধ্যে ৭৭ জন নগরের ও ১৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গতকাল মঙ্গলবার চট্টগ্রামের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি এসব তথ্য জানান।
তিনি জানান, চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত ২০ হাজার ৮৬০ জনের মধ্যে ১৫ হাজার ২৬০ জন নগরের ও ৫ হাজার ৬০০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। সিভিল সার্জন জানান, গত সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে নমুনা পরীক্ষা করে ১৩ জন, ফৌজদারহাটের বিআইটিআইডিতে আটজন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৪৩ জন, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে ছয়জন, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ছয়জন, ইমপেরিয়াল হাসপাতালে চারজন, শেভরনে ১২ জন এবং মা ও শিশু হাসপাতালে চারজনের করোনা শনাক্ত হয়েছে।

 


আরো সংবাদ



premium cement