২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`
স্থায়ী কমিটির বৈঠক

জিয়াউর রহমানকে জড়িয়ে বিকৃত ইতিহাস প্রচার করায় ক্ষোভ

-

জিয়াউর রহমানকে জড়িয়ে বিকৃত ইতিহাস প্রচার করায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি। দলটি এ বিষয়ে আদালতেরও দ্বারস্থ হতে পারে। গতকাল সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এই ক্ষোভ প্রকাশ করা হয়।
ইনডেমনিটি নামে একটি নাটক সম্প্রতি বিটিভিসহ বিভিন্ন স্থানে সম্প্রচার করা হয়। নাটকে জিয়াউর রহমানকে নেগেটিভভাবে তুলে ধরা হয়েছে। বৈঠকে উপনির্বাচনগুলোতে অনিয়ম নিয়ে আলোচন হয়।
বিকেল থেকে আড়াই ঘণ্টা ধরে চলা এই বৈঠকে লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভাপতিত্ব করেন। ভার্চুয়াল এই বৈঠকে নিজ নিজ বাসা থেকে অংশ নেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।


আরো সংবাদ



premium cement