২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

রোহিঙ্গা সঙ্কট সমাধান না হলে অস্থিতিশীল হবে মিয়ানমার : পররাষ্ট্রমন্ত্রী

-

রোহিঙ্গা সঙ্কটের শান্তিপূর্ণ সমাধান না হলে মিয়ানমারের স্থিতিশীলতা এবং অর্থনেতিক প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন।
গতকাল বৃহস্পতিবার এশিয়ায় সংলাপ ও আস্থাবর্ধক পদক্ষেপবিষয়ক সম্মেলনে (সিআইসিএ) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বিশেষ বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ ছাড়াও তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), চীন, দক্ষিণ কোরিয়া, রাশিয়া, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কাসহ ২৭টি দেশ সিআইসিএ’র সদস্য। যুক্তরাষ্ট্র, জাপান, মালয়েশিয়াসহ আটটি দেশ এর পর্যবেক্ষক। কাজাখস্তানে এর সদর দফতর অবস্থিত।
ভার্চুয়ালি অনুষ্ঠিত এ বৈঠকে ড. মোমেন বলেন, নিরাপত্তা নিয়ে মিয়ানমার সরকারের ওপর আস্থাহীনতার কারণে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা রাখাইনে ফিরে যাচ্ছে না। প্রত্যাবাসন নিয়ে রোহিঙ্গাদের আস্থার সঙ্কট কাটাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান এবং চীন, রাশিয়া, ভারত ও অন্যান্য বন্ধু রাষ্ট্রকে নিয়ে মিয়ানমার রাখাইনে বেসামরিক পর্যবেক্ষক সুবিধা দিতে পারে। বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গাদের একটি প্রতিনিধিদল নিয়ে রাখাইনের পরিস্থিতি সরেজমিন দেখিয়ে আনতে পারে মিয়ানমার। এ ছাড়া মিয়ানমারের কর্মকর্তারা কক্সবাজার এসে রোহিঙ্গাদের সাথে আলাপ করে তাদের আস্থার সঙ্কট কাটানোর উদ্যোগ নিতে পারে। কিন্তু বাংলাদেশের দেয়া এ সব প্রস্তাবের একটিতেও সাড়া দেয়নি মিয়ানমার।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আর্থ-সামাজিক ও পরিবেশগত ঝুঁকি সত্ত্বেও বাংলাদেশ ১১ লাখ রোহিঙ্গাকে মানবিক বিবেচনায় আশ্রয় দিয়েছে। এই সঙ্কট আমরা কূটনৈতিক পন্থায় গঠনমূলকভাবে সমাধান করতে চাই। এ জন্য মিয়ানমারের সাথে বাংলাদেশ তিনটি চুক্তি সই করেছে। চুক্তি অনুযায়ী, রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি এবং নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের যাচাই-বাছাইয়ের পর মিয়ানমার ফিরিয়ে নেয়ার কথা; কিন্তু আজ পর্যন্ত একজন রোহিঙ্গাকেও মিয়ানমার ফিরিয়ে নেয়নি। এখন উল্টো রাখাইন রাজ্যে সশস্ত্র সঙ্ঘাতের কারণে অস্থিতিশীলতা চলছে।
রোহিঙ্গা সঙ্কটের দ্রুত সমাধান না হলে উগ্রবাদের উত্থান হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এর ফলে এশিয়া অস্থিতিশীল হয়ে উঠতে পারে। এটি শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে আমাদের মধ্যে হতাশা সৃষ্টি করতে পারে।
ড. মোমেন বলেন, আমরা বিশ্বাস করি সংলাপ ও সহযোগিতার মাধ্যমে এশিয়ায় শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে, যেখানে সব দেশ শান্তিপূর্ণ সহাবস্থান করতে পারে এবং মানুষ মুক্ত ও উন্নত জীবন যাপন করতে পারে। আমরা একাত্মতা ও সহযোগিতার চেতনা নিয়ে কঠিন সময়ে একে অপরের পাশে দাঁড়াতে পারি, সিআইসিএ’র এজেন্ডা এগিয়ে নিতে পারি, রাজনৈতিক ও নিরাপত্তা সংলাপ জোরদার করতে পারি এবং পারস্পরিক বিশ্বাস শক্তিশালী করতে পারি। এর মাধ্যমেই এশিয়ায় টেকসই শান্তি ও অভিন্ন অগ্রগতি অর্জন করা সম্ভব।


আরো সংবাদ



premium cement
অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ সখীপুরে সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী : মির্জা আব্বাস সৈয়দপুরে জামায়াতের উদ্যোগে সালাতুল ইসতিসকার নামাজ আদায় জিম্বাবুয়ে সিরিজের শুরুতে না থাকার কারণ জানালেন সাকিব ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল চুয়াডাঙ্গায় বাতাসে আগুনের হল্কা : গলে যাচ্ছে সড়কের পিচ বৃষ্টির নামাজ আদায়ের নিয়ম আজও স্বর্ণের দাম ভরিতে ৬৩০ টাকা কমেছে শিক্ষাপ্রতিষ্ঠান ২৮ এপ্রিল খুলে দেয়ার প্রস্তুতি, ক্লাস চলবে শনিবারও মিরসরাইয়ে জুস খাইয়ে অজ্ঞান করে লুট, মূল হোতা গ্রেফতার

সকল