২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

পুলিশের মামলায় শিপ্রার জামিন : সিফাতের বিষয়ে আদেশ আজ

-

পুলিশের গুলিতে মেজর (অব:) সিনহা হত্যা ঘটনার পর পুলিশের হাতে আটক স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্রী শিপ্রা দেবনাথকে গতকাল জামিন দিয়েছেন কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। অপর দিকে পৃথক আদালতে অপর আসামি সিফাতের জামিনের শুনানি শেষ হয়েছে, তবে এ বিষয়ে আজ সোমবার আদেশ দেয়া হবে বলে জানানো হয়েছে। রোববার দুপুরে বিচারক মোহাম্মদ দেলোয়ার হোসেন শিপ্রার জামিনের এই আদেশ দিয়েছেন। কক্সবাজারের রামু থানায় পুলিশের দায়ের করা ‘পরিকল্পিত’ মাদক মামলায় শিপ্রাকে জড়ানো হয়। শিপ্রা কক্সবাজার জেলা কারাগারে রয়েছেন। জামিন আদেশ এর পর শিপ্রার আইনজীবী অরূপ বড়ুয়া তপু জানান, রোববার বেলা সোয়া ১২টার দিকে তিনি শিপ্রা দেবনাথের জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে জামিন দেন। শুনানিকালে আইনজীবীরা বলেছেন, এই মামলাটি স¤পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশ নিজেদের দোষ আড়াল করার জন্য এই মামলায় শিপ্রা দেবনাথকে জড়িয়েছে। অন্য দিকে একই দিন বেলা ১১টার দিকে মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদ খানের আরেক সহযোগী সাহেদুল ইসলাম সিফাতের জামিনের জন্য কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে জামিনের আবেদন করেন। একই সাথে ওই মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তনের আবেদন করা হয়। আদালতে এই দুইটি বিষয়ে শুনানি শেষ হয়। তবে এ বিষয়ে আজ আদেশ দেয়া হবে বলে ঘোষণা দেয়া হয়। প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন স্বেচ্ছায় অবসরে যাওয়া মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদ খানের বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদি হয়ে বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ, ইন্সপেক্টর লিয়াকত আলীসহ ৯ জনকে আসামি করে ৫ আগস্ট সকালে মামলা দায়ের করেন।

 


আরো সংবাদ



premium cement