২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

আশিকুজ্জামান কুয়েতে নতুন রাষ্ট্রদূত

-

মেজর জেনারেল আশিকুজ্জামানকে কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি কুয়েতে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রদূত আবুল কালামের স্থলাভিষিক্ত হবেন। রাষ্ট্রদূত হিসেবে আবুল কালামের চুক্তির মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে।
মেজর জেনারেল আশিকুজ্জামান ১৯৮৮ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন্ড অফিসার হিসেবে যোগ দেন। রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। আশিকুজ্জামান সিয়েরা লিওন, আইভোরি কোস্ট এবং ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসঙ্ঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করেছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজ এবং স্ট্র্যাটেজিক স্টাডিজে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন মেজর জেনারেল আশিকুজ্জামান।

 


আরো সংবাদ



premium cement