২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

ঢাকা মেডিক্যালের করোনা ইউনিটে ৬ দিনে ৯৯ জনের মৃত্যু

-

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ছয় দিনে আরো ৯৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ ছিল ২৪ জন পুরুষের। ৯ জন নারী ও ১ শিশুসহ অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা পজিটিভ নিয়ে নারায়ণগঞ্জ শহরের আমেনা ক্লিনিকের মালিক ডাক্তার আমেনা বেগমও এই হাসপাতালে মারা যান। ঢামেকে ২ মে থেকে শুরু করা করোনা ইউনিটে গতকাল শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত এই হাসপাতালে নারী, শিশু ও পুরুষ মিলে ৩৫৫ জন মারা গেলেন। এদের মধ্যে ৭৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টার রিয়াজউদ্দিন শুক্রবার বিকেলে মৃত্যুর এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ছয় দিনে আরো ৯৯ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে ২৪ জন পুরুষের। ৯ নারী ও ১ শিশুসহ অন্যরা করোনা উপসর্গ নিয়ে মারা যান। ঢামেকে গত ২ মে থেকে শুরু করা করোনা ইউনিটে গতকাল শুক্রবার বিকাল ৫টা পর্যন্ত এই হাসপাতালে নারী ও পুরুষ মিলে ৩৫৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৭৯ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান। তিনি আরো জানান, করোনাভাইরাসে আক্রান্ত রোগী ভর্তি ও মৃত্যুসংখ্যা ক্রমেই বেড়েই চলছে। আমাদের এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য শিশু করোনা ইউনিটসহ ৩টি ইউনিট চালু করা হয়েছে। করোনা ইউনিট শুরু থেকে আজ (শুক্রবার) পর্যন্ত এখানে প্রায় আড়াই হাজার রোগী চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে অনেকেই ভর্তি ছিলেন। আবার অনেকেই চিকিৎসা নিয়ে চলে গেছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৫৫ জন রোগী। করোনা ইউনিটে সার্বক্ষণিক রোগীদের সেবা করে যাচ্ছেন, ডাক্তার, নার্স ও কর্মচারীরা। যারা করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন মৃতদেহগুলো তাদের আত্মীয়স্বজনের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভে যারা মারা গেছেন সেসব মৃতদেহগুলো করোনা বিধি মোতাবেক তাদের আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement
তামাক পণ্যে সুনির্দিষ্ট করারোপের দাবিতে এনবিআর চেয়ারম্যানের কাছে ২৫ সংসদ সদস্যের চিঠি প্রাণিসম্পদ প্রদর্শনীতে মহিষের আক্রমণে বাবা-ছেলেসহ আহত ৪ গফরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে সরকার : মির্জা ফখরুল মিরসরাইয়ে মৃত্যুর ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার কবর থেকে লাশ উত্তোলন দেশে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ রংপুরে মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করায় ছাত্রলীগ কর্মী গ্রেফতার বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, অনলাইনে ক্লাস চালুর চিন্তা বিশ্বের অন্যতম স্মার্ট হজ ব্যবস্থাপনা হবে বাংলাদেশে : ধর্মমন্ত্রী সিলেটে ৪৪ লাখ টাকার ভারতীয় চিনিসহ গ্রেফতার ৪ অবৈধ সম্পদ : এস কে সিনহার বিরুদ্ধে প্রতিবেদন ২৬ জুন

সকল