২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

স্পেনের উপপ্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

-

স্পেনের উপপ্রধানমন্ত্রী কারমেন ক্যালভো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। গত বুধবার এ সংবাদ জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এর আগেও উপপ্রধানমন্ত্রী কারমেনের করোনা টেস্ট করানো হয়েছিল। কিন্তু সেবার ফলাফল নেগেটিভ এসেছিল। এরপর সন্দেহ হওয়ায় মঙ্গলবার আবারো তার রক্তের নমুনা পরীক্ষা করা হয়। পরে তার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।
দেশটিতে গত বুধবার করোনায় আক্রান্ত ৬৫৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে স্পেনে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিন হাজার ৬৪৭ জনে।
২০১৯ সালের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে বিশ্বের ১৯৬ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে কোভিড-১৯। এতে ইতালির পর সবচেয়ে বেশি মানুষ মারা গেছে স্পেনে। এরপর তিনে রয়েছে চীন। এরপর রয়েছে ইরান।
এ দিকে বিশ্বজুড়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে চার লাখ ৮০ হাজার মানুষ। মোট মৃত্যু হয়েছে ২০ হাজার ৫৫০ জনের। চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে এক লাখ ১৫ হাজার।


আরো সংবাদ



premium cement