২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কাল ১ হাজার কোটি টাকা পরিশোধ করবে গ্রামীণফোন

-

আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল রোববার বিটিআরসিকে পাওনা এক হাজার কোটি টাকা পরিশোধ করবে গ্রামীণফোন। গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশের বৃহত্তম মোবাইল অপারেটরটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে আগামী ২৩ ফেব্রুয়ারি বিটিআরসিকে তার পাওনা এক হাজার কোটি টাকা পরিশোধ করবে গ্রামীণফোন। গ্রামীণফোন বাংলাদেশের আইনি ব্যবস্থা, সুপ্রিম কোর্টের নির্দেশকে শ্রদ্ধা করে এবং সেই সাথে বিটিআরসির অব্যাহত চাপ থেকে রক্ষা পেতে আদালতের নির্দেশনার অপেক্ষায় আছে।
গ্রামীণফোন জানায়, তাদের কার্যক্রমকে সীমিত করতে বিটিআরসি গ্রামীণফোনে প্রশাসক নিয়োগ দেয়ার পদক্ষেপ গ্রহণ করাসহ নানা পদক্ষেপ নিয়েছে যা ব্যবসায়িক ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে।
গ্রামীণফোন আরো জানায়, তারা বিটিআরসির অডিট রিপোর্টের বৈধতা দাবি করে আদালতের অবস্থান জানার অপেক্ষায়ও রয়েছে।
বিটিআরসির নিরীক্ষা আপত্তি নিয়ে গত ২৪ নভেম্বর প্রায় ১২ হাজার ৫৮০ কোটি টাকা পাওনার মধ্যে তিন মাসে দুই হাজার কোটি টাকা দিতে গ্রামীণফোনকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। এ আদেশ রিভিউ চেয়ে আবেদন করে গ্রামীণফোন। গত বৃহস্পতিবার আপিল বেঞ্চ গ্রামীণফোনকে নিরীক্ষা দাবির পাওনা এক হাজার কোটি টাকা সোমবারের মধ্যে দিতে নির্দেশ দেন। এমন প্রেক্ষাপটে আপিল বিভাগের রায় মেনে রোববার এক হাজার কোটি টাকা দিতে যাচ্ছে গ্রামীণফোন।


আরো সংবাদ



premium cement