২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে বিএনপির বিক্ষোভ

খালেদা জিয়ার মুক্তি দাবিতে শ্যামপুর থানা বিএনপির মিছিল : নয়া দিগন্ত -

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভ করেছে বিএনপি। দেশের বিভিন্ন স্থানে এসব কর্মসূচিতে পুলিশি বাধার খবর পাওয়া গেছে। এতে অনেকে আহত হয়েছেন। গ্রেফতার হয়েছেন অনেক নেতাকর্মী।
রাজধানীতে অমর একুশে হলের সামনে শাহবাগ থানার বিক্ষোভ মিছিলে পুলিশের হামলায় আ: রশিদ, সুমন, শাকিল, সুজনকে আহত করে এবং মো: রফিক নামে একজনকে গ্রেফতার করে নিয়ে যায়। মিছিলে উপস্থিত ছিলেন মো: মোরশেদ, তৌহিদুল ইসলাম বাবু, হজরত আলীসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
চকবাজার থানা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল চকবাজার থানা বিএনপি সাধারণ সম্পাদক হাজী মো: শহিদুল ইসলাম বাবুলের নেতৃত্বে উর্দু রোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নুরফাতে লেন হয়ে লালবাগ চৌরাস্তা গিয়ে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম সম্পাদক শ্যামপুর থানা বিএনপির সভাপতি আ ন ম সাইফুল ইসলাম ও শ্যামপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আলীম আল বারী জুয়েলের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিছিলে মো: ইমতিয়াজ আহমেদ টিপু, আবদুল মান্নান, মো: সালাউদ্দিন রতন, শফিকুল ইসলাম বাবু, শামীম আহমেদ, নাছির আহমেদ মোল্লা, নজরুল ইসলাম, মির্জা আবদুল খালেক লিটন, মো: সফিকুল ইসলাম রনি, মো: সেলিম, মমিন মিয়া, মোহাম্মদ আলী মিন্টু, মো: রাশেদ খান, মো: পলাশ, মো: সম্রাট, মো: ফারুক, মো: রাব্বিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
কদমতলী থানার বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর বিএনপির সহসভাপতি কদমতলী থানার সভাপতি হাজী মীর হোসেন মীরু। মিছিলটি জুরাইন রেল গেট থেকে দোলাইরপাড় বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
যাত্রাবাড়ী থানা বিএনপির বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন নবীউল্লাহ নবী।
মতিঝিল থানা বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো: আক্তার হোসেনের নেতৃত্বে ফকিরাপুল কালভার্ট রোর্ড থেকে শুরু হয়ে ফকিরাপুল বাজারে গিয়ে শেষ হয়।
বনানী থানা বিএনপির একটি মিছিল সিটি করপোরেশন মার্কেট থেকে শুরু হয়ে মহাখালী বাসস্ট্যান্ড এসে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক, বনানী থানা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাচ্চু, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান প্রমুখ।
বাড্ডা থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল গুলশান-বাড্ডা লিংক রোড থেকে শুরু হয়ে বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন বাড্ডা থানা বিএনপির সভাপতি তাজুল ইসলাম চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আবদুল কাদের বাবু।
পল্লবী থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল মল্লিকের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। রূপনগর থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপির সভাপতি মো: আবদুল আউয়াল ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মজিবুল হক এবং বিএনপি নেতা আমজাদ হোসেন মোল্লার নেতৃত্বে অনুষ্ঠিত হয়। খিলক্ষেত থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপির সভাপতি হাজী এস এম ফজলুল হক ও সাধারণ সম্পাদক সোহরাব খান স্বপন এবং সাংগঠনিক সম্পাদক সি এম আনোয়ারের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
মিরপুর থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল থানা বিএনপির সভাপতি আবুল হোসেন আবদুল ও সাধারণ সম্পাদক হাজী দেলোয়ার হোসেন দুলুর নেতৃত্বে শুরু হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো: মজিবুর রহমান, রতন, আল আমিন, আরিফ, নাসির, মনির, মাসুদ, তুহিন, যুবদলের রুবেল হোসেন, রাসেল, মাইনুলসহ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোহাম্মদপুর থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলী কায়সার পিন্টুর নেতৃত্বে মোহাম্মদপুর বিআরটিসি বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক নেতা সিরাজ মুন্সি, জাহাঙ্গীর খাঁ, ইয়াছিন দেওয়ান, নুর আলমসহ প্রমুখ নেতা।
রংপুর অফিস : রংপুর মহানগরীতে বিক্ষোভ করেছে মহানগর ও জেলা বিএনপি। দুপুরে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে একটি মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের দিতে যেতে থাকলে তাতে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সাথে নেতাকর্মীদের বাগি¦তণ্ডা হয়। একপর্যায়ে সেখানেই সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহমেদ, মহানগর সহসভাপতি সুলতানুল আলম বুলবুল, জেলা সহসভাপতি শাহিদার রহমান জোসনা প্রমুখ।
খুলনা ব্যুরো : খুলনা মহানগর ও জেলা বিএনপি প্রতিবাদ সমাবেশ করেছে। প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তৃতায় নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশে চলছে উন্নয়নের নামে লাগামহীন দুর্নীতির সমালোচনা করেন। দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। অথচ সরকার তার ব্যর্থতা ঢাকতে প্রতিদিন এর মধ্যে বিএনপির ষড়যন্ত্রের পুরনো অচল বস্তাপচা গল্প ফাঁদছে। এই দুঃসহ অবস্থা থেকে জনগণকে মুক্তি দিতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ব্যতীত আর কোনো গত্যন্তর নেই।
সভায় আরো বক্তৃতা দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, শাহারুজ্জামান মোত্তুজা, মীর কায়সেদ আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, শেখ আবদুর রশিদ, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, সিরাজুল হক নান্নু, সাইফুর রহমান মিন্টু, কামরুজ্জামান টুকু, মোল্লা মোশাররফ হোসেন মফিজ, খায়রুল ইসলাম জনি, রেহানা ঈসা, নাজমুল হুদা সাগর, একরামুল হক হেলাল, মোল্লা কবির হোসেন ও শরিফুল ইসলাম বাবু।
নীলফামারী : বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। রোববার সকালে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর সরকার, সদস্য সচিব জহুরুল আলম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজামান জুয়েল, পৌর বিএনপির সভাপতি মাহবুবুব রহমান প্রমুখ।
কুড়িগ্রাম : কুড়িগ্রামে বিপুলসংখ্যক দাঙ্গা পুলিশের উপস্থিতিতে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় পুরনো পোস্টঅফিস পাড়াস্থ জেলা বিএনপি কার্যালয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেতাকর্মীরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল শুরু করলে কর্মসূচিতে পুলিশ বাধা দেয়। এরপর জেলা বিএনপি কার্যালয়ের ভেতরেই সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক, সহসভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, হাসিবুর রহমান হাসিব, কৃষক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
ঠাকুরগাঁও : খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহসভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌ:, ওবায়দুল্লাহ মাসুদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক আবদুল হামিদ, পৌর সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা যুবদল সভাপতি মাহাবুল্লাহ আবু নুর, সাধারণ সম্পাদক মাহাবুব হেসেন তুহিন, কৃষক দলের সাধারণ সম্পাদক খুরশিদ আলম উজ্জল, জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন্নাহার প্যারিস প্রমুখ।
নোয়াখালী : বিকেলে নোয়াখালী জেলা শহর মাইজদীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল। মিছিল-পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন নোয়াখালী শহর বিএনপি সভাপতি আবু নাসের, জেলা যুব দলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রদলের জেলা সভাপতি আজগর উদ্দিন দুখু,সাধারণ সম্পাদক আবু হাসান মো: নোমান প্রমুখ। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
নওগাঁ : কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির বিক্ষোভ সমাবেশ করেছে নওগাঁ জেলা বিএনপি। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টায় দিকে শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল এসে কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হয়। সেখানে জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজ উদ্দীনের সভাপতিত্বে নওগাঁ পৌর মেয়র ও সাবেক জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনি, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
ফেনী : ফেনী শহরে বিক্ষোভ করেছে বিএনপি। শহরের তাকিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে বড় বাজারের প্রেস ক্লাবসংলগ্ন খাজা আহমদ সড়কে গিয়ে শেষ হয়। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আহ্বায়ক শেখ ফরিদ বাহার ও সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। মিছিলে যুগ্ম আহ্বায়ক এম এ খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক, আলাউদ্দিন গঠন, আনোয়ার হোসেন পাটোয়ারী, পৌর আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব মেজবাহ উদ্দিন, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক নঈম উল্যাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইদুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন প্রমুখ নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন।
মৌলভীবাজার : মৌলভীবাজারে জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলের শুরুতে শহরের চৌমুহনা এলাকায় পুলিশের বাধার মুখে পড়লেও পুলিশের বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে। এ সময় জেলা বিএনপির সিনিয়র সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি সাবেক ছাত্রনেতা আশিক মোশাররফ প্রমুখ।
নেত্রকোনা : নেত্রকোনায় জেলা বিএনপির উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা: মো: আনোয়ারুল হকের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদুর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা তাঁতী দলের সভাপতি আজিজুল হক প্রমুখ।
টাঙ্গাইল : টাঙ্গাইলে বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। গতকাল রোববার সকালে শহরের বেপারীপাড়া এতিমখানা রোড থেকে নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বাধ্য হয়ে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, জেলা যুবদলের আহ্বায়ক আশরাফ পাহেলী প্রমুখ।
পটুয়াখালী : পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় জেলা আইনজীবী সমিতির সামনে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালামের সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তৌফিক আলী খান কবিরের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এ টি এম মোজাম্মেল হোসেন তপন, সহ আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো: মহসিন, সদর থানা বিএনপি সাধারণ সম্পাদক আবদুল লতিফ সিদ্দিকী প্রমুখ।
চট্টগ্রাম দক্ষিণ ও উত্তর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ
চট্টগ্রাম ব্যুরো জানায়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদার জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আবু সুফিয়ানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির অপেক্ষায় বাংলাদেশের মানুষ কিন্তু সরকার আদালতকে ব্যবহার করে জামিনাদেশ কালক্ষেপণ করছেন, যা এ দেশের মানুষের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে। দেশের মানুষ অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি চায়।
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব মোস্তাক আহমদ খানের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, সদস্য অধ্যাপক শেখ মুহাম্মদ মহিউদ্দিন, অ্যাডভোকেট ইফতেখার মহসিন, মনজুর উদ্দিন চৌধুরী প্রমুখ।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি : নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও অঙ্গসংঠনের উদ্যোগে জেলা বিএনপি নেতা শওকত আলী নূরের সভাপতিত্বে ও আজমত আলী বাহাদুরের সঞ্চালনায় এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।


আরো সংবাদ



premium cement
অবন্তিকার আত্মহত্যা : জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন আবারো নামঞ্জুর পাথরঘাটায় বদর দিবস পালনে দেড় হাজার মানুষের ইফতারি আদমদীঘিতে ৭২ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুলের জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : মন্ত্রী গাজীপুরে গাঁজার বড় চালানসহ আটক ২ দুই ঘণ্টায় বিক্রি হয়ে গেল ২৫০০ তরমুজ ড. ইউনূসের ইউনেস্কো পুরস্কার নিয়ে যা বললেন তার আইনজীবী একনেকে ৮৪২৫ কোটি টাকার ১১ প্রকল্প অনুমোদন সান্তাহারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে যুবক নিহত জলবায়ু সহনশীল মৎস্যচাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেয়া হবে : আব্দুর রহমান

সকল