২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

পশ্চিমবঙ্গে এনআরসিতে বাদ পড়বে ২ কোটি

দুই জনের গায়ে হাত দিয়ে দেখেন: মমতার হুশিয়ারি
-

পশ্চিমবঙ্গে এনআরসি হবেই। তাতে বাদ পড়বেন দুই কোটি মানুষ। এনআরসি ইস্যুতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলের প্রাক্কালে এই দাবি করেছেন ভারতীয় লোকসভার বিজেপি এমপি ও দলের পশ্চিমবঙ্গ সভাপতি দিলীপ ঘোষ। দিল্লিতে এক অনুষ্ঠানের শেষে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে এনআরসি হবেই। তা কেউ আটকাতে পারবে না। বাংলায় এনআরসি হলে অন্তত দুই কোটি মানুষ বাদ পড়বেন।’
এর পর কলকাতায় সিঁথির মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত এনআরসিবিরোধী মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে চ্যালেঞ্জ করে বলেন, ‘২ কোটি কেন, ২ জনের গায়ে হাত দিন।’
মোদি সরকারের আমলে আসামে এনআরসির প্রথম ‘পরীক্ষা’য় বাদ গিয়েছে ১৯ লাখ মানুষের নাম। তা নিয়ে ক্ষোভ জমছে আসামেও। দেশজুড়ে জারি রয়েছে শাসকবিরোধী মনোভাব। সেই আবহে এই ইস্যু নিয়ে বৃহস্পতিবার কলকাতার পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পদযাত্রা থেকে কেন্দ্রীয় সরকারকে হুঁশিয়ারি দিয়ে পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘আসামে যে ১৯ লাখ মানুষ এনআরসিতে বাদ পড়েছেন তার মধ্যে ১২ লাখ হিন্দু রয়েছেন। ১৯ লাখ মানুষের মধ্যে রয়েছেন বৌদ্ধ, মুসলিম ও গোর্খারাও।’ তিনি বলেন, ‘অনেকে জন্মের প্রত্যয়নপত্র দিয়েও এনআরসিতে ঠাঁই পাননি।’
এনআরসির সাথে ব্রিটিশ আমলে, ভাইসরয় লর্ড কার্জনের বঙ্গভঙ্গের সিদ্ধান্তের তুলনা করেছেন মমতা। রাজ্যে এনআরসি করে দুই কোটি মানুষের নাম বাদ দেয়ার কথা যে কথা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন তা নিয়ে এ দিন চ্যালেঞ্জের সুরে মমতা বলেন, ‘আর একটা বঙ্গভঙ্গের চেষ্টা করলে চলবে না, আগুন নিয়ে খেলবেন না। ক্ষমতা থাকলে বাংলার গায়ে হাত দিয়ে দেখান। দুই কোটি কেন, দুজনের গায়ে হাত দিয়ে দেখান।’
কয়েক দিন আগে বিধানসভায় দাঁড়িয়ে এনআরসি নিয়ে কড়া প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী। রাজ্যে এনআরসি যে তিনি মানবেন না তা সাফ জানিয়ে দেন । তার পরেই এনআরসি নিয়ে পথে নেমে রাজনৈতিক কর্মসূচি পালন করেন তৃণমূল নেত্রী। এ দিন সিঁথি থেকে শ্যামবাজার পর্যন্ত পদযাত্রা করেন তিনি।
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির আগে বিজেপি নেতা দিলীপ বাবুর এনআরসিতে দুই কোটি লোক বাদ যাবে মর্মে দেয়া বক্তব্যকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। মমতার কর্মসূচিকেও বুধবার তীব্র কটাক্ষ করেছেন দিলীপ বাবু। তিনি বলেন, ‘সব কিছুতেই পথে নেমে পড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বভাব। কিন্তু অন্যদের পথে নামতে দেখলেই পুলিশ-প্রশাসন কাজে লাগিয়ে তাদের পথরোধ করেন তিনি। এনআরসি হলে বাংলার মানুষেরই ভালো হবে।’
আসামে এনআরসিতে প্রায় ১৯ লাখ মানুষের নাম বাদ পড়ার ঘটনায় এখনো রাজ্য তথা জাতীয় রাজনীতি উত্তাল। এর মধ্যেই পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতির এনআরসি ইস্যুতে মন্তব্যকে কেন্দ্র করে তীব্র জল্পনার সৃষ্টি হয়েছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। এই ইস্যুতে তার কাছ থেকে কোনো বার্তা পেয়েই দিলীপ বাবু এমন দাবি করেছেন কি না প্রশ্ন উঠছে।
সপ্তাহের গোড়াতেই কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আসামে যান। সেখানে বক্তব্য রাখার সময় তিনি জানিয়ে দেন, আসামের পর এবার দেশের বাকি অংশ থেকেও বেআইনি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে দেশ থেকে নির্গত করা হবে। আসামের নাগরিক পঞ্জি থেকে ১৯ লাখ মানুষের নাম বাদ যাওয়া প্রসঙ্গে অমিত জানান, কেন্দ্র প্রত্যেক বেআইনি অনুপ্রবেশকারীকে দেশ থেকে ছুড়ে ফেলে দেবে। সোমবার তিনি জানান, ‘সমস্ত দেশই নাগরিক পঞ্জি নিয়ে ভয় পাচ্ছে। অসম মনে করছে নাগরিক পঞ্জি ভুল। ছোট রাজ্যগুলো ভাবছে সেখানেও এমন হবে। আমি আপনাদের নিশ্চিত করছি, কেবল অসম নয়, আমরা চাই গোটা দেশই বেআইনি অনুপ্রবেশকারীদের থেকে মুক্ত হোক। আমরা একটা প্ল্যান রেডি করে ফেলেছি। আমরা সব রাজ্যেই আত্মবিশ্বাস ফিরিয়ে আনব।’
এনআরসি নিয়ে ১২ ঘণ্টার বনধ আসামে : এনআরসির প্রতিবাদে আসামজুড়ে গতকাল পালিত হয় ১২ ঘণ্টার বনধ। এই বনধ পালন করছে অসম কোচ রাজবংশী সম্মিলনী। পুরো আসামজুড়ে এই বনধের ডাক দেয়া হলেও এই বনধের প্রভাব পশ্চিম আসামের পাঁচ থেকে ছয়টি জেলাতেই পড়ে।

 


আরো সংবাদ



premium cement