১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালয়েশিয়া বিএনপির দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালয়েশিয়া বিএনপির দোয়া - ছবি : নয়া দিগন্ত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ-সংগঠন সমূহের আয়োজনে মিলাদ মাহফিল, কুরআন তেলাওয়াত ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার রাজধানী কুয়ালালামপুরের হাংতুয়া মসজিদ আল বুখারিতে মাগরিবের নামাজের পরে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও কুরআন তেলাওয়াত পরিচালনা করেন মসজিদ আল বুখারির উস্তাজ ইমাম মোহাম্মদ লুতফি এবং হাফেজ মাওলানা মহিউদ্দিন।

এতে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খাঁন বাদল, সাধারণ সম্পাদক মো: মোশারফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক ফজলুল করিম সোহরাব ও মো: কাজী সালাউদ্দিন, হাবিবুর রহমান শিশির, এম এ কালাম, এম ফরহাদ হোসেন, ইঞ্জিনিয়ার মো: শাহজালাল, মো: শাজাহান হাওলাদার, মো: জসিম উদ্দিন প্রমুখ।

আরো উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের কাজী সোহেল মাহমুদ, ইসমাইল মজুমদার, আনোয়ার হোসেন, ঈমন হাসান, নুরে সিদ্দিকী সুমন, সাইদুর রহমান বাবু, মনজুর আলী, মো: বিল্লাল শেখ, মো: ইসমাইল আকন্দ, মো: সোহেল আহান্মেদ, শেখ মো: লিটন, মিরাজ মাঝি মো: সালাহউদ্দিন, রিয়াজ মাহমুদ, আক্তার হোসেন, হানিফ হাসান, আবুল কাশেম ও মাসুম শেখসহ কয়েক শতাধিক নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশীরা।


আরো সংবাদ



premium cement