বাংলাদেশী ১৭ হাজার কর্মীর সময় বাড়ানোর কথা আবারো নাকচ করলেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
- আশরাফুল মামুন, মালয়েশিয়া থেকে
- ০৫ জুন ২০২৪, ১৮:১০
মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানিয়েছেন, ২৮ থেকে ৩১ মে পর্যন্ত চার দিনে ২০ হাজারও বেশি বিদেশী শ্রমিক আসায় বিমানবন্দরে চাপ সৃষ্টি হয়েছে। যাদের ভিসা এপ্রুভালের অনুমোদন এক বছর আগে দেয়া হয়েছে; স্বাস্থ্য পরীক্ষা, ভিসা প্রাপ্তি ও ফ্লাইট টিকিটের ব্যবস্থা করতে তাদের এত সময় লাগার কথা না। তাই আটকে পড়া বাংলাদেশী কর্মীদের জন্য নতুন করে সময় বাড়ানোর পরিকল্পনা নেই।
এর আগে, বাংলাদেশীসহ বিদেশী শ্রমিকদের দেশটিতে নিয়োগের সময়সীমা বাড়ানোর আবেদন প্রত্যাখ্যান করেছে দেশটির সরকার, যা ৩১ মে শেষ হয়েছে। মালয়েশিয়া সরকারের এই প্রত্যাখ্যানের ফলে অনিশ্চয়তার মধ্যে পরে গেলে ১৭ হাজার শ্রমিকের ভবিষ্যত।
মঙ্গলবার (৪ জুন) পেনাং টুন আহমেদ ফুজির ইয়াং দিপারতুয়া নেগেরিতে স্থানীয় সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং তিনি এসব কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন জানান, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দুই দশমিক ছয় মিলিয়নেরও বেশি বিদেশী কর্মী মালয়েশিয়াতে প্রবেশ করেছে। আর তাদের অর্থনৈতিক পরিকল্পনা ইউনিটের (ইপিইউ) লক্ষ্যমাত্রা দুই দশমিক পাঁচ মিলিয়ন বিদেশী কর্মী।
স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তি দেখিয়ে উল্টা প্রশ্ন তুলে জানান, কেন নিয়োগকর্তারা তাদের কর্মীদের আগমনের ব্যবস্থা করার জন্য এতদিন অপেক্ষা করেছিলেন? যদি তাদের জরুরি প্রয়োজন হতো তবে তা ৩১ মের আগে করা উচিত ছিল। এখন সময় বাড়ানোর কোননো পরিকল্পনা নেই সরকারের।
গত ৩১ মে পর্যন্ত পাঁচ লাখ ২৬ হাজার ৬৭৬ জনকে মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। এর মধ্যে বিএমইটি থেকে চার লাখ ৯৩ হাজার ৬৪২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত চার লাখ ৭৬ হাজার ৬৭২ জন মালয়েশিয়া গেছেন। সেই হিসাবে ১৬ হাজার ৯৭০ জনের কম-বেশি যেতে পারেননি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা