যুক্তরাষ্ট্রে গুলিতে ২ বাংলাদেশী নিহত
- নয়া দিগন্ত অনলাইন
- ২৮ এপ্রিল ২০২৪, ১৫:১১
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলো শহরে দুই বাংলাদেশীকে গুলি করে দুর্বৃত্তরা হত্যা করেছে বলে জানা গেছে। খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং সোয়াত টিম ওই অঞ্চল ঘেরাও করে রাস্তা বন্ধ করে।
মুক্তধারা নিউইয়র্কের স্বত্তাধিকারী বিশ্বজিৎ সাহা বাফেলোর বাংলাদেশ কমিউনিটির অ্যাক্টিভিস্ট হাবিব রহমানের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশী গণমাধ্যমকে এ তথ্য জানান।
শনিবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। এই ঘটনার সাথে কারা জড়িত, সে বিষয়ে পুলিশ নিশ্চিত তথ্য দিতে পারেনি।
বাফেলো শহরের পূর্বদিকে হ্যাজেলউড এলাকার জেনার ও কিলহপার স্ট্রিটের হান্ড্রেড ব্লকে কুমিল্লার বাবুল উদ্দিন নিজের বাড়ি সংস্কারের কাজ করছিলেন। সাথে ছিলেন সিলেটের ইউসুফ মিয়া। ওই সময় দুর্বৃত্তরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালায়।
এর আগে শুক্রবার রাতে বাফেলোর ইয়ং স্ট্রিটের ফার্স্ট ব্লকে ৩১ বছর বয়সী এক তরুণকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ওই এলাকার বাসিন্দা ক্রিস্টাল তরলাকোভিচ বলেন, ‘এটা ভয়াবহ ঘটনা।’
তিনি ঘটনার পর আতঙ্কিত বলে জানান।
কী ঘটেছে সে সম্পর্কে তিনি নিশ্চিত নন বলেও জানান পুলিশকে। তার কথায়, হামলার কিছুক্ষণ আগে তিনি বাজারে গিয়েছিলেন। ওই সময় তার মা তাকে ফোন করে জিজ্ঞাসা করেন কখন বাড়ি ফিরবেন। তখন তিনি রাস্তার ওপারে হামলার কথা জানতে পারেন।
তিনি বলেন, ‘এই এলাকায় এ ধরনের ঘটনা বিরল।’
সূত্র : ডয়চে ভেলে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা