১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

রমজানের শেষ ১০ এ লাইলাতুল কদর খোঁজার আহ্বান ড. আজহারীর

- ছবি : নয়া দিগন্ত

আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়েখ ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, ‘পবিত্র মাহে রমজানের শেষ দশক চলছে। এই ১০ দিনের মধ্যেই আমাদেরকে পবিত্র লাইলাতুল কদর খুঁজে বের করতে হবে। ইবাদত-বন্দেগির মধ্যে কাটাতে হবে। রাতময় কিয়ামুল লাইল করতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ স. ও সাহাবায়ে কেরামরা রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে শব ই কদর খোঁজ করতেন, ইবাদতে মশগুল থাকতেন।’

মালয়েশিয়ার কুয়ালালামপুরে হোটেল জি টাওয়ারের বলরুমে ষষ্ঠবারের মতো কায়েদ ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির আলোচনায় তিনি এ কথা বলেন।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন কায়েদ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ডক্টর ফয়জুল হক।

ড. আজহারী বলেন, ‘আমাদের মুসলমানদেরকে হযরত ইব্রাহিম আ.-এর মতো কোরবানি দেয়ার মন তৈরি করতে হবে। যাকাত হিসাব মতো পরিশোধ করতে হবে। মহান রবের সন্তুষ্টি অর্জনই হোক আমাদের বাসনা।’

সভাপতি ড. ফয়জুল হক তার বক্তব্যে বলেন, ‘কায়েদ ফাউন্ডেশন যার নামে প্রতিষ্ঠা করা হয়েছে সেই হযরত কায়েদ সাহেব হুজুর রহ. ছিলেন আজীবন ঐক্য প্রতিষ্ঠার অগ্রনায়ক। তিনি সমাজের সকল আস্তিকদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা দল ও রাজনীতির ঊর্ধ্বে হানাহানীমুক্ত একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার চেষ্টা করে গেছেন। সমাজের মানুষের কল্যাণ ও ইসলাম প্রতিষ্ঠায় নিজ বাড়িতে ৫২টি শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। দার্শনিক ও শিক্ষাবিদ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পেয়েছেন স্বর্ণপদক।’

আন্তর্জাতিক ক্বারী ও হাফেজ তরিকুল ইসলামের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পিএইচডি গবেষক জহুরুল ইসলামের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দা কনসুলেটিভ কাউন্সিল অফ ইসলামিক অর্গানাইজেশন অফ মালয়েশিয়া (মাপিম)-এর প্রেসিডেন্ট মোহাম্মদ আজমি আবদুল হামিদ।

অনুষ্ঠানে আরো আলোচনা করেন হযরত মাওলানা মহিউদ্দিন।


আরো সংবাদ



premium cement