১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

কৃষ্ণ সাগরে মার্কিন ড্রোন উড়লে ন্যাটোর সাথে সরাসরি সংঘর্ষের আশঙ্কা : রাশিয়া

-

রাশিয়া শুক্রবার বলেছে, তারা কৃষ্ণ সাগরের উপর দিয়ে মার্কিন ড্রোন ফ্লাইট বৃদ্ধি লক্ষ্য করেছে এবং ন্যাটোর সাথে ‘সরাসরি সংঘর্ষের’ প্রতিশ্রুতি ব্যক্ত করে সতর্ক বার্তা দিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলোসভ সেনাবাহিনীকে উস্কানিমূলক প্রতিক্রিয়ার পদক্ষেপের বিষয়ে প্রস্তাব জমা দেয়ার নির্দেশ দিয়েছেন।

এদিকে শুক্রবার ভোরে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি পেট্রোল ডিপোতে আঘাত হানলে সেখানে আগুন লেগে যায়। রাশিয়ান এক আঞ্চলিক গভর্ণর বলেছেন, সীমান্ত থেকে কয়েক শ’ মাইল দূরে ওই হামলা হয়েছে।

রাশিয়ার মধ্যাঞ্চলীয় তাম্বভে গভর্ণর ম্যাক্সিম ইয়েগোরভ বলেন, ভোর ৪টা ৩৫ মিনিটে এই হামলা হয়।

মেসেজিং অ্যাপ টেলিগ্রামে তিনি বলেন, একটি আগুনের ভয়াবহতা তেমন গুরুতর ছিল না। এতে কেউ হতাহত হয়নি।
সূত্র : এএফপি


আরো সংবাদ



premium cement