১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউক্রেন প্রসঙ্গ অন্তর্ভুক্ত থাকলে যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা সংলাপে প্রস্তুত রাশিয়া

- ছবি : সংগৃহীত

ক্রেমলিনের মুখপাত্র দ্যমিত্রি পেসকভ শুক্রবার জানিয়েছেন, রাশিয়া যুক্তরাষ্ট্রের সাথে নিরাপত্তা বিষয়ে আলোচনায় ‘প্রস্তুত’ তবে যেকোনো আলোচনায় ইউক্রেনের সংঘর্ষের বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে-বিশেষত যুক্তরাষ্ট্রের ‘প্রত্যক্ষ সম্পৃক্ততার’ বিষয়টি।

সংবাদদাতাদের সাথে তার নিয়মিত টেলিফোন ব্রিফিংয়ে পেসকভ বলেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে এ ধরনের সংলাপের ‘অত্যন্ত প্রয়োজন রয়েছে’ কারণ ‘সমস্যা বেড়েই চলেছে এবং বিশ্বের নিরাপত্তার কাঠামো নিয়ে অনেক সমস্যা রয়েছে।’

ইউক্রেনের সঙ্ঘাত প্রসঙ্গ ছাড়া পারমাণবিক ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার সম্ভাবনা সম্পর্কে এক প্রশ্নের জবাবে পেসকভ এই মন্তব্য করেন।

ইউক্রেনের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সরাসরি সম্পৃক্ততা সম্পর্কে পেসকভের মন্তব্য যুক্তরাষ্ট্র ও ন্যাটো প্রধান জেন্স স্টল্টেনবার্গ প্রত্যাখ্যান করে বলেন, ইউক্রেনকে তার প্রতিরক্ষার জন্য অস্ত্র সরবরাহ করা সঙ্ঘাতে ‘সরাসরি সম্পৃক্ততা’ এ ধারণা তারা নাকচ করছেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউজ বলেছে যে রাতভর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় গোটা দেশজুড়ে বৈদ্যুতিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় যুক্তরাষ্ট্র অগ্রধিকারের ভিত্তিতে ইউক্রেনকে শক্তিশালী বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহের দিকে এগিয়ে যাবে।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কার্বি সংবাদদাতাদের ইউক্রেনের জ্বালানি ক্ষেত্রকে লক্ষ্য করে রাশিয়ার আক্রমণকে উল্লেখ করে বলেন, শত শত নতুন তৈরি প্যাটরিয়ট এবং এনএএসএএমএস ক্ষেপণাস্ত্র, যা কি না ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য, ইউক্রেনে পৌঁছে যাবে অন্যান্য দেশে পৌঁছানোর আগেই। অন্যান্য দেশও এই নতুন ক্ষেপণাস্ত্রগুলোর অর্ডার দিয়েছে।

পুতিন ও দক্ষিণ কোরিয়া
ইতোমধ্যে, এশিয়া সফরের সময়ে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে অস্ত্র পাঠানোর ব্যাপারে শুক্রবার দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দেন।

দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৃহস্পতিবার বলেন, এ সপ্তাহে রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে যে প্রত্যয় প্রকাশ করা হয়েছে যে যুদ্ধ হলে তারা একে অপরের প্রতিরক্ষায় এগিয়ে আসবে সেটি ‘অত্যন্ত উদ্বেগের বিষয়’ এবং সেই কারণে সোওল ইউক্রেনে অস্ত্র পাঠানোর কথা বিবেচনা করবে যা কি না তাদের নীতির বিপরীত যেখানে বলা আছে সক্রিয় সঙ্ঘাতে সম্পৃক্ত দেশগুলোতে তারা কোনো অস্ত্র পাঠাবে না।

পুতিন জবাবে শুক্রবার বলেন, উত্তর কোরিয়ার সাথে রাশিয়ার চুক্তি নিয়ে দক্ষিণ কোরিয়ার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।

তবে তিনি আরো বলেন, সোওল যদি ইউক্রেনকে অস্ত্র পাঠায় তা হবে অনেক বড় রকমের ভুল’।

তিনি বলেন, ‘যদি তা হয় তা হলে আমরা প্রাসঙ্গিক সিদ্ধান্ত নেবো যা হয়ত দক্ষিণ কোরিয়ার বর্তমান নেতৃত্বের জন্য সুখপ্রদ হবে না।’

ইউক্রেনের আক্রমণ
রাশিয়ার আক্রমণের জবাবে ইউক্রেন শুক্রবার রাশিয়ার দক্ষিণাঞ্চলে এবং দখলকৃত ক্রাইমিয়ায় জ্বালানি তেল শোধনাগার, রাডার স্থাপনা ও গোয়েন্দা কেন্দ্রগুলোকে লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে।

ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছে, রাশিযার ট্যামবভ অঞ্চলে তাদের বাহিনী জ্বালানি ও রাসায়নিক গুদামে আক্রমণ চালিয়েছে। তা ছাড়া আদিগিয়া প্রজাতন্ত্রে এনেমস্কা তেল ডিপোতেও হামলা করেছে।

রাশিয়া জানিয়েছে, ওই সব আক্রমণে এক ব্যক্তি নিহত হয়। তারা আরো দাবি করে, তারা ইউক্রেনের ১১৪টি ড্রোনকে ‘কাবু’ করেছে।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
ফিক্সিংয়ের অভিযোগে ফ্র্যাঞ্চাইজির মালিক প্রেম ঠাকুর গ্রেফতার ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের আরো ৫০ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা র‌্যাংকিংয়ে উন্নতি সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের পাকিস্তান টেস্ট দলের কোচের দায়িত্ব ছাড়লেন গিলেস্পি চৌগাছায় গৃহবধূ রাবেয়া হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সিরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার ৯০ শতাংশ ধ্বংস করার দাবি ইসরাইলের ইজতেমা ময়দানে সা’দপন্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা চেয়ে স্মারকলিপি প্রদান ‘শহীদ জিয়াউর রহমান ছিলেন একজন ক্যারিশম্যাটিক লিডার’ ডেঙ্গুতে আরো ৪ জনের মৃত্যু, হাসপাতালে ২৪১ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত শহীদ বুদ্ধিজীবীদের আদর্শের দেশ গড়তে পারলেই তাদের আত্মত্যাগ সার্থক হবে : রাষ্ট্রপতি

সকল