১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অস্ট্রিয়ার এক নারীর ৩১৫ কোটি টাকা দান

২০২২ সালে দাদি মারা যাওয়ার পর মার্লেন অনেক অর্থ পান৷ গত জানুয়ারি মাসে ঐ অর্থের একটি বড় অংশ দান করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন - ডয়েচে ভেলে

অস্ট্রিয়ার ৩২ বছর বয়সী অ্যাক্টিভিস্ট মার্লেন এঙ্গেলহর্ন উত্তরাধিকারসূত্রে পাওয়া অর্থের একটি বড় অংশ দান করে দিচ্ছেন। যার পরিমাণ প্রায় ৩১৫ কোটি টাকা।

মোট ৭৭টি সংগঠনের মধ্যে এই অর্থ ভাগ করে দেয়া হবে৷

কেমিক্যাল কোম্পানি বিএএসএফ-এর প্রতিষ্ঠাতা ফ্রিডরিশ এঙ্গেলহর্নের বংশের সদস্য মার্লেন৷ ২০২২ সালে দাদির মৃত্যুর পর তিনি অনেক অর্থ পান৷

গত জানুয়ারি মাসে ওই অর্থের একটি বড় অংশ দান করে দেয়ার ঘোষণা দিয়েছিলেন মার্লেন৷ এরপর সেই অর্থ কারা পাবে তা ঠিক করতে ৫০ সদস্যের একটি নাগরিক পরিষদ গঠন করা হয়েছিল৷

ওই পরিষদ মোট ছয় সপ্তাহান্ত বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে৷ বৈঠক করার জন্য পরিষদের সদস্যরা আর্থিক সুবিধাও পেয়েছেন৷ পরিষদের সর্বকনিষ্ঠ ব্যক্তির বয়স ১৭৷ তিনি একজন শিক্ষার্থী৷ আর সবচেয়ে বেশি বয়সী সদস্যের বয়স ৮৫।

মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ৭৭টি সংগঠনের নাম জানিয়েছে নাগরিক পরিষদ৷ এর মধ্যে পরিবেশ, শিক্ষা, ইন্টিগ্রেশন, স্বাস্থ্য, দারিদ্র্য, সাশ্রয়ী আবাসন ও সামাজিক বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করা সংগঠন রয়েছে৷

মার্লেন এঙ্গেলহর্ন অস্ট্রিয়ার কয়েকজন মিলিওনেয়ারের একজন, যারা চায় সরকার তাদের ওপর বেশি করে কর নির্ধারণ করুক যেন ধনী ও গরিবের মধ্যে সম্পদের ব্যবধান কমে আসে৷

দাতব্য সংস্থা অক্সফাম গত জানুয়ারিতে জানায়, বিশ্বের বিলিওনেয়ারদের সম্পদ ২০২০ সাল যা ছিল তার চেয়ে তিন দশমিক তিন ট্রিলিয়ন ডলার বেড়েছে৷ আর এই সময়ে ৫০০ কোটির বেশি মানুষ আগের চেয়ে দরিদ্র হয়েছে৷

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
উপদেষ্টাদের রাজনৈতিক বক্তব্য দেয়া থেকে বিরত থাকতে হবে : নুর তারেক রহমানই আমাদের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন : কায়াস মাহমুদ বদলি হলেন সদরপুরের ইউএনও আল মামুন জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজে ফিরল আফগানিস্তান গাজায় ইসরাইলি হামলায় নিহত আরো ২৫ প্রশাসনের নির্দেশনা অমান্য করে বুদ্ধিজীবী দিবসে চট্টগ্রাম ক্লাবে কনসার্ট সাকিবের বোলিং নিষিদ্ধ করল ইংল্যান্ড ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগে ডুয়েটের ১৪ শিক্ষার্থীর সাজা সিলেট যেন মিছিলের নগরী এক বছরের ব্যবধানে ফের অবসরে ইমাদ ওয়াসিম শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি চালু করতে হবে : শামসুল ইসলাম

সকল