রুশ-অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে হামলায় নিহত ২৮
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ জুন ২০২৪, ০৯:৪০
খেরসন এবং লুহানস্কের আংশিক দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার নিয়োজিত কর্মকর্তারা বলেন, ইউক্রেনের হামলায় কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। রাশিয়া এবং ইউক্রেন শনিবার রাতভর অব্যাহতভাবে ড্রোন হামলা চালায়।
মস্কো-সমর্থিত গভর্নর ভ্লাদিমির সালদো বলেন, ইউক্রেনের আংশিকভাবে দখলকৃত খেরসন অঞ্চলের ছোট শহর সাদোভে শুক্রবার ইউক্রেনের হামলায় ২২ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস সালদোকে উদ্ধৃত করে বলে, ইউক্রেনীয় বাহিনী প্রথমে ফ্রান্সের তৈরি একটি দূরচালিত বোমা দিয়ে শহরটিতে আঘাত করে। এরপরে তারা যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত হাইমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে আবার আক্রমণ করে।
তিনি বলেন, ইউক্রেনীয় বাহিনী ‘ইচ্ছাকৃতভাবে বৃহত্তর সংখ্যক হতাহতের ঘটনা ঘটানোর জন্য পুনরায় হামলা চালায়’ যখন ‘আশেপাশের বাড়ির বাসিন্দারা আহতদের সাহায্য করতে দৌড়ে বেরিয়ে আসেন।’
ইউক্রেনের আরো পূর্বে আংশিকভাবে অধিকৃত লুহানস্ক অঞ্চলে রুশ-নিয়োজিত গভর্নর লিওনিড পাসেচনিক শনিবার বলেন, শুক্রবার দেশটির আঞ্চলিক রাজধানীতে, যাকে লুহানস্কও বলা হয়, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার পরে ধ্বংসস্তূপ থেকে আরো দুটি লাশ বের করা হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স আঞ্চলিক কর্তৃপক্ষকে উদ্ধৃত করে বলে, এই নিয়ে মৃতের সংখ্যা ছয়ে পৌঁছেছে। পাসেচনিক আরো বলেন, হামলায় ৬০ জন আহত হয়েছে।
পাসেচনিক শনিবার এই অঞ্চলে একটি শোক দিবস ঘোষণা করেন এবং পাবলিক ইভেন্টগুলো বাতিল করেন।
ইউক্রেন হামলার বিষয়েই কোনো মন্তব্য করেনি।
এদিকে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ড্রোন হামলা অব্যাহত রয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার জানায়, শুক্রবার রাতে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ড জুড়ে অবিরামভাবে ড্রোন উৎক্ষেপণ করে। রাশিয়ার দক্ষিণের কুবান এবং আস্ট্রাখান অঞ্চল, পশ্চিমের তুলা অঞ্চল এবং মস্কো-অধিভুক্ত ক্রাইমিয়ার উপদ্বীপে ২৫টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।
শনিবার সকালে রাশিয়ার কর্মকর্তারা বলেন, বিমান প্রতিরক্ষা বাহিনী প্রথমবারের মতো ইউক্রেনের আংশিক দখলকৃত জাপোরিঝিয়া অঞ্চলের ফ্রন্ট লাইনের প্রায় ৯০০ কিলোমিটার (৫৬০ মাইল) পূর্বে উত্তর ককেশাসের উত্তর ওসেটিয়া অঞ্চলে ইউক্রেনীয় ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে, একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। কিন্তু, আঞ্চলিক গভর্নর সের্গেই মিনইয়াইলো এই অঞ্চলে তিনটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানান। মিনইয়াইলো বলেন, হামলার লক্ষ্য ছিল একটি সামরিক বিমানঘাঁটি।
ইউক্রেনের বিমান বাহিনী শনিবার জানায়, ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী রাতভর মধ্য পোলতাভা অঞ্চল, দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া ও ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চল এবং উত্তর-পূর্বে খারকিভ অঞ্চল জুড়ে ১৩টি রুশ ড্রোনের মধ্যে নয়টি গুলি করে ভূপাতিত করেছে।
দেনিপ্রপাত্রভস্কের আঞ্চলিক গভর্নর সের্হি লিসাক বলেন, রাতভর ড্রোন হামলায় বাণিজ্যিক ও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সূত্র : ডয়চে ভেলে