১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বার্লিনে ফিলিস্তিনিপন্থী ক্যাম্প ভেঙে দিয়েছে জার্মান পুলিশ

বার্লিনে ফিলিস্তিনিপন্থী ক্যাম্প ভেঙে দিয়েছে জার্মান পুলিশ - সংগৃহীত

জার্মান পার্লামেন্টের সামনে স্থাপিত একটি ফিলিস্তিনি সংহতি বিক্ষোভ শিবির ভেঙে দিয়েছে দেশটির পুলিশ। ইসরাইলে অস্ত্র রফতানি বন্ধ করার এবং ফিলিস্তিনি সংহতি আন্দোলনের জন্য নির্মিত এ ক্যাম্পটি শুক্রবার ভেঙে দেয় জার্মান পুলিশ।

শনিবার মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ তাঁবু সরিয়ে বিক্ষোভকারীদের জোরপূর্বক ছত্রভঙ্গ করে দেয়। একইসাথে আরো বিক্ষোভকারী যেন ওই স্থানে আসতে না পারে এজন্য আশপাশের এলাকা বন্ধ করে দেয়।

এদিকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন ফিলিস্তিনের পক্ষে এবং ইসরাইল বিরোধী বিক্ষোভে উত্তাল। ইসরাইলের সাথে সম্পর্কিত কোম্পানি এবং ব্যক্তিদের বয়কট করার আহবান জানানো হচ্ছে তাদের বিক্ষোভে।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরাইলের ভেতরে হামাসের হামলায় ১২০০ ইসরাইলি নিহত হয়। এর জের ধরে ইসরাইল গাজায় যে হামলা চালাচ্ছে তাতে এখনো পর্যন্ত ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement