ফিলিস্তিনি ইস্যুর ন্যায়সঙ্গত নিষ্পত্তি চান ম্যাক্রোঁ ও সিসি
- নয়া দিগন্ত অনলাইন
- ২২ এপ্রিল ২০২৪, ২১:৫০
ফিলিস্তিনি সমস্যার ন্যায়সঙ্গত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
সোমবার (২২ এপ্রিল) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মিসরীয় প্রেসিডেন্টের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজার উন্নয়ন নিয়ে মিসর ও ফ্রান্সের নেতারা ফোনে কথা বলেছেন।
এতে বলা হয়েছে, প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং তার ফরাসি সমকক্ষ ইমানুয়েল ম্যাক্রোঁ এই অঞ্চলের একটি অস্থিতিশীল অবস্থার দিকে যাওয়া সম্পর্কে সতর্ক করেছেন।
বিবৃতিতে যোগ করা হয়েছে যে দুই রাষ্ট্র সমাধানের মাধ্যমে ফিলিস্তিন সমস্যার একটি ন্যায্য মীমাংসা হতে পারে। এতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার পথকে প্রশস্ত হবে।
সূত্র : আল জাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা