১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফ্রান্সে মসজিদ-খোলা ময়দানে ঈদের নামাজ, কাশ্মিরি ও ফিলিস্তিনিদের জন্য দোয়া

ফ্রান্সে মসজিদ-খোলা ময়দানে ঈদের নামাজ, কাশ্মিরি ও ফিলিস্তিনিদের জন্য দোয়া - ছবি : সংগৃহীত

অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন ফ্রান্সের মুসলিমরা। দেশটির বিভিন্ন প্রান্তে অবস্থিত মসজিদ ও খোলা ময়দানে তারা জামাতের সাথে ঈদের নামাজ আদায় করেছেন।

বুধবার (১০ এপ্রিল) ফ্রান্সের মসজিদ ও খোলা ময়দানগুলোতে এত বিপুল সংখ্যক মুসল্লি নামাজ আদায় করেছেন যে, ইতোপূর্বে এমন দৃশ্য দেখা যায়নি দেশটিতে।

ঈদের নামাজ আদায়ের পর ফ্রান্সের মুসলিমরা সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণের জন্য দোয়া করেছেন। পাশাপাশি কাশ্মির ও ফিলিস্তিনের মুসলিমদের স্বাধীনতা কামনা করেও তারা বিশেষ দোয়া করেছেন।

দেশটির লাকর্নে মিনহাজুল কোরআনে ঈদের নামাজের ছয়টি জামাত অনুষ্ঠিত হয়।

ফ্রান্সের পাশাপাশি আজ বুধবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, আফগানিস্তান, কাতার, ফিলিপাইন, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়াসহ বেশকিছু দেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে নববীতেও বেশ গুরুত্বের সাথে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং দুই মসজিদেই অসংখ্য মুসল্লি অংশ নেয়।

সূত্র : ডেইলি জংগ

 

 


আরো সংবাদ



premium cement