১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

পোলিশ বন্দরে চীনা উপস্থিতিতে নিরাপত্তাগত শঙ্কা

পোলিশ বন্দরে চীনা উপস্থিতিতে নিরাপত্তাগত শঙ্কা - ফাইল ছবি

পোল্যান্ডের দাইনিয়া বন্দরের গুরুত্বপূর্ণ অংশের নিয়ন্ত্রণকারী হংকংভিত্তিক একটি কোম্পানি নিরাপত্তাগত জাতীয় নিরাপত্তাগত উদ্বেগ সৃষ্টি করেছে। কারণ এর কাছে অবস্থিত একটি ডক ইউক্রেনের জন্য পাঠানো মার্কিন ও ন্যাটোর সামরিক সহায়তা নামানোর কাজে ব্যবহৃত হয়।

পোলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, হাচিসন পোর্ট হোল্ডিংসের পরিচালিত দাইনিয়া কন্টেইনার টার্মিনালের ওপর তারা নজর রাখছেন। এই টার্মিনালটিকে গুরুত্বপূর্ণ অবকাঠামো ঘোষণা করার জন্য পোলিশ সরকার বেশ চাপের মধ্যে রয়েছে।

পোল্যান্ডের উপ-প্রতিরক্ষামন্ত্রী সেজারি টমজিক পলিটিকোকে বলেন, পোল্যান্ডের নিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সবকিছু স্থায়ীভাবে বিশ্লেষণ করা হবে।

কোম্পানিটি ২০০৭ সালের চুক্তি অনুযায়ী ২০৮৯ সাল পর্যন্ত বন্দরটির ইজারা গ্রহণ করেছে। তারা এজন্য বছরে ৬৮ হাজার পাউন্ড প্রদান করে।

সূত্র : পলিটিকো


আরো সংবাদ



premium cement