স্পেনে নাইট ক্লাবে আগুন, মৃত ১৩
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ অক্টোবর ২০২৩, ১২:৪১

দক্ষিণ-পূর্ব স্পেনের মুর্সিয়া শহরে নাইট ক্লাবে আগুন লেগে ১৩ জন মারা গেছেন। আহত হয়েছেন চারজন।
রোববার সকালে নাইট ক্লাবে আগুন লাগে। ১২টা দমকল ও ৪০ জন কর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।
শহরের মেয়র জানিয়েছেন, ভোর ৬টায় আগুন লেগেছিল। সকাল ১০টায় তিনি জানান, আগুন নেভানো সম্ভব হয়েছে। তখনো কয়েকজন নিখোঁজ ছিলেন। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে।
তিন দিনের শোক
মেয়র জানিয়েছেন, মুর্সিয়ায় তিন দিনের শোক পালিত হবে। স্প্যানিশ টিভি চ্যানেল ২৪এইচে তিনি বলেছেন, 'আমরা বিপর্যস্ত। উদ্ধারকারীরা এখনো ব্যস্ত। জরুরি পরিষেবার সাথে জড়িত বিভাগগুলো আগুন লাগার কারণ খতিয়ে দেখছে।'
মেয়র ও সিটি কাউন্সিলের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, নাইট ক্লাবের সামনে জরুরি পরিষেবার সাথে যুক্তরা দাঁড়িয়ে আছেন। বাড়ির বাইরে আগুনে পোড়া কালো দাগ দেখা যাচ্ছে।
সূত্র : ডয়চে ভেলে
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা