১০ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

ক্রাইমিয়ার উপর হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন

ক্রাইমিয়ার উপর হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন - সংগৃহীত

শুক্রবার অধিকৃত ক্রাইমিয়ায় রুশ নৌ ঘাঁটির সদর দফতরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর ইউক্রেন সেই অঞ্চলে আরো হামলার চেষ্টা চালাচ্ছে। শুক্রবারের হামলায় ব্ল্যাক সি ফ্লিটের কমান্ডার নিহত হয়েছেন বলে কিয়েভ দাবি করছে।

রাশিয়া অধিকৃত ক্রাইমিয়া উপদ্বীপের উপর চাপ বজায় রাখছে ইউক্রেন। শুক্রবার ব্ল্যাক সি ফ্লিটের সামরিক দফতরের উপর ক্ষেপণাস্ত্র হামলায় বিশাল ক্ষয়ক্ষতি ও প্রাণহানির দাবি করার পর ইউক্রেন আবার ক্রাইমিয়ার দিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

রাশিয়ার দাবি, এয়ার ডিফেন্স সিস্টেম সেই হামলা বানচাল করে দিয়েছে। সেভাস্তোপোলের রাশিয়া-নিযুক্ত গভর্নর মিখাইল রাজভজায়েভ টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে জানিয়েছেন যে- সোমবার রাতে বেলবেক বিমান ঘাঁটির কাছে ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করা হয়েছে। সাম্প্রতিক হামলার প্রেক্ষাপটে ক্রাইমিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা আরো জোরালো করার ঘোষণা করেছেন তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালে অধিকৃত ক্রাইমিয়ায় রাশিয়ার সামরিক অবকাঠামো অকেজো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউক্রেন। সীমান্তের কাছে রাশিয়ার ভূখণ্ডে বেলগোরোদ অঞ্চলেও সোমবার সাতটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে বলে রাশিয়া দাবি করছে। ইউক্রেনে সৈন্য, রসদ ও সামরিক সরঞ্জাম পাঠানোর ক্ষেত্রে এই অঞ্চলটির বিশেষ গুরুত্ব রয়েছে।

রাশিয়ার বিরুদ্ধে পালটা সামরিক অভিযানে এখনো তেমন বড় সাফল্য দেখাতে না পারায় চাপের মুখে রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা সফর করে তিনি আরো সামরিক সহায়তার প্রতিশ্রুতি আদায় করে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করছেন।

সোমবার তিনি জানান যে- আমেরিকা থেকে প্রথম পর্যায়ে কিছু আব্রাম ট্যাংক ইউক্রেনে পৌঁছেছে। সেগুলো দ্রুত যুদ্ধক্ষেত্রে কাজে লাগানোর উদ্যোগ শুরু হয়ে গেছে। তবে ট্যাংকের সংখ্যা সম্পর্কে তিনি কোনো মন্তব্য করেননি।
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
২ পুলিশ কমিশনারসহ ৫ এসপি প্রত্যাহার পেঁয়াজের বাজারে অভিযান : ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা ফেনীতে ম্যাজিস্ট্রেট দেখে ১০০ টাকায় পেঁয়াজ বিক্রি আসন ভাগাভাগি নিয়ে বৈঠকে ১৪ দলের নেতারা গাজা যুদ্ধে নিহতের সংখ্যা ১৮ হাজার যতক্ষণ পর্যন্ত নেতাকর্মীদের মুক্তি না দেয়া হবে আন্দোলন চালিয়ে যাব : আরিফুল হক টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বাংলাদেশের অবস্থান মানবাধিকার লঙ্ঘনকারীরাই মানবাধিকারের কথা বলে, প্রেসক্রিপশন দেয় : তথ্যমন্ত্রী ডিসেম্বরের মধ্যে মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমে আসবে : অর্থসচিব কাতারে ‘দোহা ফোরাম-২০২৩’-এ যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী সোনারগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

সকল