০৩ ডিসেম্বর ২০২৩, ১৮ অগ্রহায়ন ১৪৩০, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

যুক্তরাষ্ট্র ক্রুজ মিসাইল দিলেই জার্মানি সায় দেবে না

যুক্তরাষ্ট্র ক্রুজ মিসাইল দিলেই জার্মানি সায় দেবে না - সংগৃহীত

মার্কিন প্রশাসন ইউক্রেনকে আরো দূর পাল্লার ক্রুজ মিসাইল দিতে চলেছে, এমন আভাস পেলেও জার্মানি টাউরুস ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে এখনো ভাবনাচিন্তা করছে। তবে জেলেনস্কি অবশ্য আশা ছাড়ছেন না।

রাশিয়ার আগ্রাসনের মোকাবেলা করতে পশ্চিমা বিশ্বের কাছ থেকে আরো উন্নত ও শক্তিশালী অস্ত্রশস্ত্র ও সামরিক অভিযান চাইছে ইউক্রেন। তবে সেই আবেদন খতিয়ে দেখে শেষ পর্যন্ত ইতিবাচক সাড়া দিতে অনেক সময় নিচ্ছে একাধিক দেশ। ফলে যুদ্ধক্ষেত্রে সাফল্য পেতে বিলম্ব ঘটছে বলে ইউক্রেন দাবি করছে। এবার অতীতের সংশয় ঝেড়ে ফেলে সে দেশকে আরো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র।

সংবাদ সংস্থা রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে যে- মার্কিন প্রশাসন দ্রুত সেই ছাড়পত্র দিতে চলেছে।

মার্কিন সামরিক বাহিনীর কাছে এটিএসিএমস এবং জিএমএলআরএস নামের ক্ষেপণাস্ত্র রয়েছে, যা শত্রুপক্ষের ব্যাপক ক্ষতি করতে সক্ষম। প্রথমটি ৩০৬ কিলোমিটার পর্যন্ত দূরত্বে এবং দ্বিতীয়টি ৭২ কিলোমিটার দূরত্বে আঘাত হানতে পারে। লক্ষ্যবস্তুর উপর ক্লাস্টার বোমা নিক্ষেপ করে ব্যাপক ক্ষতি সাধন করার ক্ষমতা রাখে এই দুই মিসাইল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন সম্ভবত দুটির মধ্যে একটি অথবা দুটি ক্ষেপণাস্ত্রই ইউক্রেনের হাতে তুলে দিতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি আমেরিকার পাঠানো ক্লাস্টার বোমা কাজে লাগিয়ে ইউক্রেনের সেনাবাহিনী বেশ সাফল্য পেয়েছে।


আরো সংবাদ



premium cement