ওডেসায় ১৭ রাশিয়ান ড্রোন ভূপাতিত করলো ইউক্রেন
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৩৬
দক্ষিণ ওডেসা অঞ্চলে রাশিয়ার ১৭টি ড্রোন ভূপাতিত করেছে বলে জানিয়েছে ইউক্রেন কর্তৃপক্ষ। তারা আরো জানিয়েছে, হামলায় দানুব নদীর তীরবর্তী একটি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি ন্যাটোর সদস্য দেশ রোমানিয়ার সীমান্ত।
আঞ্চলিক গভর্নর ওলেগ কিপার সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘আমাদের প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ১৭টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে।’
তবে এতে কোনো সাধারণ নাগরিক হতাহত হয়নি বলেও জানান তিনি।
‘হামলায় ইজমাইল জেলার অনেক বসতি, গুদামঘর, উৎপাদন ভবন, কৃষি যন্ত্রপাতি এবং শিল্প প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে,’ বলেন তিনি।
এদিকে, ইউক্রেনের সামরিক বাহিনী জানিয়েছে, রাশিয়ান বাহিনী ইরানের তৈরি করা শাহেদ ড্রোন দিয়ে রাতভর হামলা চালিয়েছে।
সূত্র : আলজাজিরা
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা