ইউক্রেনের দখল করা এলাকায় নির্বাচন করতে চায় রাশিয়া
- নয়া দিগন্ত অনলাইন
- ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:১৩
তাদের দখলে থাকা ইউক্রেনের বেশ কয়েকটি অঞ্চলে এবার স্থানীয়ভাবে নির্বাচন করানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া সরকার। শনিবার এ বিষয়ে সরকারি সিলমোহর পড়েছে বলে জানা গেছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল জানা যাবে আগামী ১০ সেপ্টেম্বর। বিষয়টি জানার পরেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সরকার।
গত দেড় বছরে ইউক্রেনের লুহানস্ক, ডনেৎস্ক, জাপোরিঝিয়া এবং খেরসন প্রদেশের বেশ কিছু এলাকা নিজেদের দখলে নিয়েছে রাশিয়ার সেনাবাহিনী। ২০১৪ সালে ইউক্রেনের ক্রাইমিয়া উপদ্বীপ নিজেদের দখলে নিয়েছিল মস্কো।
ক্রেমলিনের দাবি, আপাতত ইউক্রেনের পাঁচ ভাগের এক ভাগ তাদের দখলে রয়েছে। সম্প্রতি দখল করা এলাকাগুলোতে নিজেদের আধিপত্য আরো জোরদার করতেই সেখানে স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে ভ্লাদিমির পুতিন সরকার।
তবে কিয়েভের তরফে ওই চার এলাকার মানুষের কাছে আর্জি জানানো হয়েছে যে, তারা যেন কোনোমতেই ওই ভোটে অংশ না নেন। বাসিন্দারা যাতে ওই এলাকাগুলো ছেড়ে আপাতত অন্যত্র চলে যান, সেই অনুরোধও করা হয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা