১০ ডিসেম্বর ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

বসনিয়ায় ব্যয়বহুল পাঠাগার নির্মাণ করছে সৌদি

বসনিয়ায় ব্যয়বহুল পাঠাগার নির্মাণ করছে সৌদি - ছবি : আরব নিউজ

বিশ্বের বিভিন্ন দেশে মসজিদ ও ধর্মীয় স্থাপনার নির্মাণে সৌদি আরবের সুনাম রয়েছে। এবার তারই ধারাবাহিকতায় বসনিয়া ও হার্জেগোভিনায় অত্যাধুনিক ও ব্যয়বহুল একটি পাঠাগার নির্মাণ করছে সৌদি আরব। দেশটির সারায়েভো বিশ্ববিদ্যালয়ে পাঠাগারটি নির্মাণ করা হবে।

গত মঙ্গলবার (১ জুলাই) আরব নিউজ জানায়, এরই মধ্যে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট সেখানে ২২ মিলিয়ন ডলার প্রকল্প চালু করেছে এবং বার্ণাঢ্য এক আয়োজনের মাধ্যমে তা উন্মোচন করা হয়েছে।

আয়োজনে উপস্থিত ছিলেন বসনিয়া ও হার্জেগোভিনার পররাষ্ট্রমন্ত্রী এলমেদিন কোনাকোভিচ ও বসনিয়া ও হার্জেগোভিনায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত উসামা বিন দাখিল আল-আহমাদি।

সৌদি সংবাদমাধ্যম আরব নিউজ আরো জানায়, সারায়েভো বিশ্ববিদ্যালয়ে ১৩ হাজার ৫৯০ বর্গমিটার আয়তনের নতুন গ্রন্থাগার নির্মাণ করা হবে। নতুন গ্রন্থাগারটি অন্যান্য বিভাগের ২৮টি গ্রন্থাগারকে সংযুক্ত করবে। বিশ্ববিদ্যালয়ের ২২ হাজার শিক্ষার্থী, এক হাজার ৬০০ কর্মী ও শিক্ষক এবং অন্য ১০ হাজার মানুষ এ গ্রন্থাগার থেকে সুবিধা গ্রহণ করতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের মান বৃদ্ধি, এর বিজ্ঞানভিত্তিক গবেষণার সক্ষমতা বৃদ্ধি ও শিক্ষার্থীদের চাহিদা পূরণ করাই এ প্রকল্পের প্রধান লক্ষ্য।

এসএফডির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমেদ আকিল আল-খতিব বলেছেন, প্রকল্পটি সৌদি আরব এবং বসনিয়া ও হার্জেগোভিনার মধ্যে সম্পর্ক জোরদারে ব্যাপক ভূমিকা রাখবে।

একইসাথে এ প্রকল্প একাডেমিক কাজকে সমৃদ্ধ করবে বলে আশা ব্যক্ত করেন বসনিয়ার পররাষ্ট্রমন্ত্রী কনকোভিচ। তিনি আরো বলেন, লাইব্রেরিটি ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা ও জ্ঞানের প্রচারে দুই দেশের যৌথ প্রচেষ্টার প্রতীক হয়ে উঠবে।

সৌদি আরবের উন্নয়ন সহযোগী সরকারি প্রতিষ্ঠান সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন উন্নয়নশীল দেশে সামাজিক ও অবকাঠামোগত প্রকল্পে অর্থায়ন করে থাকে। সংস্থাটির বসনিয়া ও হার্জেগোভিনার বিভিন্ন অঞ্চলে ১১টি প্রকল্প ও উন্নয়ন কর্মসূচি রয়েছে। তাতে প্রতিষ্ঠানটি প্রায় ১৮৫ মিলিয়ন ডলার অর্থায়ন করেছে।


আরো সংবাদ



premium cement
বেলকুচিতে জামায়াত নেতা আব্দুল মান্নানের দাফন সম্পন্ন শেখ হাসিনা ও রেহানার ব্যাংক হিসাব তলব সারাদেশে আবহাওয়া কেমন থাকবে জানালো অধিদফতর বাবাকে খুঁজে বেড়ায় শিশু ইব্রাহিম, কোথায় পাবে সে? অর্থের প্রবাহ বাড়াতে এডিপি বাস্তবায়ন দ্রুত করার উদ্যোগ সরকারের দাম বাড়ার পরই সয়াবিন তেলে বাজার সয়লাব কুমিল্লা ও শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’-এর যাত্রা শুরু ৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু সিরিয়ায় বদলে গেছে পতাকার রং! ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে পাশ্চাত্য সৈন্য মোতায়েনে আপত্তি নেই জেলেন্সকির সিরিয়ার ২৫০টিরও বেশি স্থাপনায় ইসরাইলি হামলা

সকল