২৩ সেপ্টেম্বর ২০২৩, ০৮ আশ্বিন ১৪৩০, ০৭ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

নিপ্রো নদীর পানিতে ভেসে যাওয়া মাইন বিপদের কারণ

নিপ্রো নদীর পানিতে ভেসে যাওয়া মাইন বিপদের কারণ। - ছবি : সংগৃহীত

ইউক্রেনে কাখোভকায় বিস্ফোরণের ফলে বাঁধের একাংশ ভেঙে গেছে। ফলে সেখান দিয়ে নিপ্রো নদীর পানি বাইরে এসে বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে দিয়েছে। আন্তর্জাতিক সংস্থা রেডক্রস জানিয়েছে, ‘নিপ্রোর পানিতে ভেসে গেছে পুঁতে রাখা প্রচুর মাইন।’

রেডক্রসের আশঙ্কা, ওই এলাকায় প্রচুর মাইন পুঁতে রাখা হয়েছিল। সেগুলো বন্যার পানিতে ভেসে গেছে। যার ফল ভয়ঙ্কর হতে পারে।

সংবাদসংস্থা এএফপিকে রেডক্রসের কর্মকর্তা এরিক টোলেফসেন বলেছেন, ‘ওই মাইনগুলো শুধু খেরসনের বাসিন্দাদের কাছে বিপদের কারণ নয়, বাইরে থেকে যারা সাহায্য করার জন্য আসছে, তাদের জন্যও বিপদের কারণ।’

বৃহস্পতিবার নিপ্রোর পানি আরো তিন ফিট বাড়বে এবং আরো এলাকা ভাসাবে বলে ইউক্রেনের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

রাশিয়া ও ইউক্রেনের অধিকৃত এলাকায় ৪২ হাজার মানুষ বন্যার কবলে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, বিপুল সংখ্যক মানুষের কাছে খাবার পানি নেই।

এরিক টোলেফসেন আরো বলেছেন, ‘আগে আমরা জানতাম মাইনগুলো কোথায় আছে। এখন শুধু জানি, নদীর পানিতে তা নিচের দিকে চলে গেছে।’

ইউক্রেনের সেনার সাদার্ন কম্যান্ডের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক বলেছেন, ‘রাশিয়া অধিকৃত এলাকা থেকে মাইনগুলো ভেসে গেছে এবং এখন সেগুলো ভাসমান মাইনে পরিণত হয়েছে। ওই মাইনগুলো এখন বিপদের কারণ।’

সরকারি কর্মকর্তারা জানিয়েছে, নিপ্রোর পানিতে ৩০টি শহর ও গ্রাম ভেসেছে। এর মধ্যে ২০টি শহর ও গ্রাম ইউক্রেনের দখলে আছে, বাকি ১০টি রাশিয়ার দখলে। ইউক্রেনের এলাকায় ১৭ হাজার ও রাশিয়ার এলাকায় ২৫ হাজার মানুষের সাহায্য দরকার। খেরসন শহরে দুই হাজার বাড়ি পানিতে তলিয়ে গেছে।

কারা ওই বিস্ফোরণের পেছনে তা এখনো জানা যায়নি।
ইউক্রেন বলছে, রাশিয়া এ কাজ করেছে। আর রাশিয়ার অভিযোগ, ইউক্রেনের সেনারাই বিস্ফোরণের পেছনে আছে।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে ফোনে কথা বলার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘এই কাজ বর্বরোচিত।’
সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement
যুক্তরাষ্ট্র-চীন ইকোনমিক ও ফিনান্সিয়াল ওয়ার্কিং গ্রুপ চালু বৃষ্টির শঙ্কা মাথায় রেখে সিরিজে এগিয়ে যাবার মিশনে নামছে বাংলাদেশ রোনালদোর জোড়া গোলে আল নাসেরের জয় সামিয়া হত্যার ১৬ দিনেও গ্রেফতার হয়নি কেউ সম্পর্ক প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে রয়েছে ইসরাইল ও সৌদি আরব : নেতানিয়াহু আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ভিসা বিধিনিষেধে অন্তর্ভুক্ত ব্যক্তিদের নাম বা সংখ্যা প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র ক্রিকেটের ৩ ফরম্যাটেই ভারত এখন ১ নম্বর খাদ্য নিরাপত্তাহীনতার শঙ্কায় দেশ একটি রূপকথার গল্প ও দাম্ভিক মানুষ যুদ্ধের পথ পরিহার করে শান্তি, সমৃদ্ধির জন্য কাজ করুন : জাতিসঙ্ঘে প্রধানমন্ত্রী

সকল