২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০, ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

ইউক্রেনের বড় হামলা নস্যাৎ, ২৫০ সেনা নিহতের দাবি রাশিয়ার

ইউক্রেনের বড় হামলা নস্যাৎ, ২৫০ সেনা নিহতের দাবি রাশিয়ার - ছবি : সংগৃহীত

রাশিয়া দাবি করেছে, তাদের সেনাবাহিনী দোনেতস্ক অঞ্চলে ইউক্রেনের বড় ধরনের হামলা ব্যর্থ করে দিয়েছে। এ ঘটনায় ২৫০ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে এবং ট্যাঙ্ক ও সাঁজোয়া যান ধ্বংস করেছে বলেও জানিয়েছে রাশিয়া।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার ভোরে তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছে, ৪ জুন সকালে
ইউক্রেনীয় সেনারা দক্ষিণ দোনেতস্কের দিকে সম্মুখের পাঁচটি সেক্টরে একটি বড় আকারের আক্রমণ শুরু করে। এ বিষয়ে ইউক্রেনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সোমবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, রুশ মন্ত্রণালয় দাবি করেছে, ইউক্রেন দোনেতস্ক অঞ্চলে ছয়টি যান্ত্রিক এবং দুটি ট্যাঙ্ক ব্যাটালিয়ন ব্যবহার করে আক্রমণ শুরু করে।

এদিকে রোববার সন্ধ্যায় ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছে, মস্কো তার সামরিক প্রচেষ্টার মাধ্যমে লুহানস্ক এবং দোনেতস্ক অঞ্চলের সম্পূর্ণ দখলের দিকে মনোনিবেশ করছে।

গত সেপ্টেম্বরে রাশিয়া যে চারটি ইউক্রেনীয় অঞ্চল দখল করেছে তার মধ্যে দোনেতস্ক একটি। বাকি তিনটি হলো- লুহানস্ক, জাপোরিজিয়া ও খেরসন।

ইউক্রেন কয়েক মাস ধরে রাশিয়ায় পাল্টা আক্রমণের পরিকল্পনা করছে। তবে এটি সৈন্যদের প্রশিক্ষণ এবং পশ্চিমা মিত্রদের কাছ থেকে সামরিক সরঞ্জাম গ্রহণের জন্য যতটা সম্ভব সময় চেয়েছে।

এদিকে ইউক্রেনের মধ্যাঞ্চলীয় দিনিপ্রো শহরের একটি আবাসিক এলাকায় শনিবার মধ্যরাতে বিমান হামলায় ২০ জন আহত হয়েছে। গুরুতর অবস্থায় রয়েছে তিন শিশু।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার জন্য রাশিয়াকে দায়ী করে বলেছেন, ধ্বংসস্তুপের নিচে আরো বেশি লোক আটকা পড়েছে।

কিয়েভ কয়েক মাস ধরে বলেছে, তারা মস্কোর দখলদার বাহিনীর বিরুদ্ধে একটি বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। কারণ ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া আক্রমণ করার পর থেকে তারা হারিয়ে যাওয়া অঞ্চল পুনরুদ্ধার করতে চায়।
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement
বিমান বাহিনী প্রতিষ্ঠার ৫২ বছর পূর্তি উদযাপন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় জবি ছাত্রদল নেতাদের দোয়া মাহফিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য ইউরেনিয়ামের প্রথম চালান দেশে পৌঁছেছে সখীপুরে আলোচিত শিশু সামিয়া হত্যার রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতার চাঁদাবাজি মামলায় ফেনীর সেই যুবলীগ নেতা কারাগারে ওসমানিয়া সাম্রাজ্যের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত সিরিজের আলোচিত ‘আরতুগ্রুল’ কে? ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৫৭ খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে কিনা সেটি এখন প্রশ্ন : আমীর খসরু এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা ‘ছাত্রশিবির এ দেশের তরুণ প্রজন্মকে আল্লাহর সন্তুষ্টির উপযোগী করে গড়ে তুলছে’ মিরসরাইয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে আহত শ্রমিকের মৃত্যু

সকল