২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০, ১০ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরি
`

ইউক্রেনে শস্য, তৈলবীজ উৎপাদন এই বছর ৮.৫ শতাংশ হ্রাস পাবে : পূর্বাভাস

ইউক্রেনে শস্য, তৈলবীজ উৎপাদন এই বছর ৮.৫ শতাংশ হ্রাস পাবে : পূর্বাভাস - ছবি : সংগৃহীত

ইউক্রেনে শস্য ও তৈলবীজ সংগ্রহ এ বছর ৬৮ মিলিয়ন টন দাঁড়াবে বলে মনে করা হচ্ছে, যা ২০২২ সালের চেয়ে প্রায় ৮ দশমিক ৫ শতাংশ কম। বৃহস্পতিবার প্রকাশিত সাম্প্রতিক পূর্বাভাসে এ তথ্য তুলে ধরা হয়েছে।

ইউক্রেনিয়ান গ্রেইন অ্যাসোসিয়েশন (ইউজিএ) -এর পূর্বাভাসে বলা হয়েছে এই বছরের ফলন ২০২১ সালের চেয়ে প্রায় ৩৬ শতাংশ কম হবে। ২০২১ সালে ১০৬ মিলিয়ন টন ফলন হয়।

ইউজিএ জানিয়েছে, ইউক্রেন এই বছর প্রায় ১৯ দশমিক ৫ মিলিয়ন হেক্টর কৃষিজমিতে চাষ করবে, যা আগের বছরগুলোর ২৫ মিলিয়ন হেক্টরের চেয়ে কম।

অ্যাসোসিয়েশনের অনুমান, শস্য করিডোরটি সচল থাকলে, ইউক্রেন চলতি বিপণন বছর ৩০ জুন নাগাদ ৫৬ দশমিক ৪ মিলিয়ন টন শস্য এবং তৈলবীজ রফতানি করবে।

পূর্বাভাসে আরো বলা হয়, ২০২৩-২০২৪ বিপণন বছরে ইউক্রেনের ৪৩ দশমিক ৯ মিলিয়ন টন ফসল রফতানির সম্ভাবনা রয়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement