স্পেনে মধ্যযুগের লড়াই আজও চলছে
- নয়া দিগন্ত অনলাইন
- ০১ জুন ২০২৩, ১৫:২৫

স্পেনের কেন্দ্রস্থলে মধ্যযুগীয় এক প্রতিযোগিতা চলছে। রাজধানী মাদ্রিদ থেকে প্রায় দেড় শ’ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বেলমন্টে কেল্লায় গোটা বিশ্বের একাধিক টিম নাইট গেমস উপলক্ষ্যে সমবেত হয়।
তোলেদো শহরের ‘বোহুর্ট লা মাঞ্চা' নামের টিম এই প্রথম নতুন এক বিন্যাসে আসরে নামছে। অবশ্যই খাঁটি সরঞ্জাম ও অস্ত্র নিয়ে ঐতিহাসিক সাজে অংশগ্রহণের প্রস্তুতি বেশ পরিশ্রম সাপেক্ষ। টিমের ক্যাপ্টেন দাভিদ দিয়াস তোরিখোস এমন সজ্জার বর্ণনা দিয়ে বলেন, ‘দ্রুত করলে প্রায় প্রায় ১৫ মিনিট সময় লাগে। তবে মধ্যযুগের মতো সরঞ্জাম গায়ে চাপাতে অন্যের সাহায্য লাগে। বর্মের কথা আলাদা, কিন্তু সরঞ্জাম প্রস্তুত করতে সাহায্য চাই।'
পেশায় ইলেকট্রিশিয়ান হলেও মারিও ফার্নান্দেস টিমের হয়ে এই প্রতিযোগিতায় নেমে রোমাঞ্চিত। তবে তিনি মনে করিয়ে দেন, ‘মানুষের মনে ভুল ধারণা রয়েছে। তারা ভাবে, এমন সাজে নড়াচড়া করা কঠিন। এটা ঠিক, যে সরঞ্জামের ওজন ২৫ থেকে ৩০ কিলোগ্রাম। আমার সরঞ্জামের ওজন বোধহয় ২৮ কিলো হলেও নড়াচড়া করা, পা তোলা সম্ভব। পড়ে গেলেও সহজে আবার উঠে দাঁড়ানো যায় অথবা মাটির উপর শুইয়ে থাকা যায়। নড়াচড়া কোনো সমস্যাই নয়।'
নারীরাও লড়াইয়ে অংশ নেন। লাউরা মোরেনো সানচেস-বিনসেন্তে ও সুসানা অ্যার্নান্দেস কাবো এবং তার বান্ধবী ক্লাউডিয়া রিগাল রদরিগেস পুরুষদের সাথে সমান তালে অনুশীলন করেন।
সুসানা বলেন, ‘পুরুষদের মতোই আমাদের সবার কাছে এটা বড় চ্যালেঞ্জ ও উত্তেজনার কারণ। দারুণ মজা হয়। অনেক অনুশীলন করতে হয় বলে বেশ কঠিন কাজ। ভীষণ পরিশ্রম হয়।
অবশেষে প্রতিযোগিতার দিন এসে গেল। লড়াইয়ের আগে প্রত্যেকটি অস্ত্র পরীক্ষা করে সরকারি ছাড়পত্র দেয়া হয়। ওজন, মাপ ও অস্ত্রের ঐতিহাসিক খাঁটিত্ব যাচাই করা হয়। তাছাড়া সেগুলো বিপজ্জনক হলে চলবে না।
নিজের অনুভূতি সম্পর্কে মারিও ফার্নান্দেস বলেন, ‘আমি বেশ উত্তেজিত। এই প্রথম এত বড় প্রতিযোগিতায় অংশ নিচ্ছি। তাও একেবারে নিজস্ব সরঞ্জাম নিয়ে। একটু নার্ভাস লাগছে বটে, কিন্তু লড়াইয়ের জন্য মুখিয়ে রয়েছি।'
মধ্যযুগীয় এই যুদ্ধের খেলায় গ্রুপ পর্যায়ে লড়াই সেরা আকর্ষণ। ফল যাই হোক না কেন, এই প্রতিযোগিতার অভিজ্ঞতা ভোলার নয়। তাছাড়া লা মাঞ্চা টিমের সদস্যরা বীরত্বের সাথে যুদ্ধ করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা