২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

তীব্র মন্দার মুখে জার্মানি

তীব্র মন্দার মুখে জার্মানি - ছবি : সংগৃহীত

ক্রমাগত মুদ্রাস্ফীতি জার্মান অর্থনীতিতে গভীর প্রভাব ফেলেছে।

চলতি বছরের প্রথম দিকে প্রবৃদ্ধি সঙ্কুচিত হওয়ায় মন্দার মধ্যে রয়েছে ইউরোপের বৃহত্তম অর্থনীতি। তাছাড়া, ইউক্রেনের যুদ্ধের কারণে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে, যা জার্মানির অর্থনীতিতে ভয়াবহ প্রভাব ফেলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

জার্মানির পরিসংখ্যান দফতর জানিয়েছে, জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দেশটির অর্থনীতি শূন্য দশমিক ৩ শতাংশ সংকুচিত হয়েছে। বিগত বছরের শেষ তিন মাসে দেশটির অর্থনীতি শূন্য দশমিক ৫ শতাংশ সঙ্কুচিত হয়েছে।

জার্মান আর্থিক প্রতিষ্ঠান ডেকা ব্যাংকের বিশ্লেষক আন্দ্রেয়াস শালা জানান, মুদ্রাস্ফীতির চাপ জার্মান ভোক্তাদের ওপর বিশাল বোঝা চাপিয়ে দিয়েছে। এতে সমগ্র অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে। চলতি বছরের এপ্রিলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ জার্মানিতে মুদ্রাস্ফীতি ছিল ৭ দশমিক ২ শতাংশ। এই গড় ইউরো অঞ্চলে সর্বোচ্চ, তবে ব্রিটেনের চেয়ে কম। একই মাসে যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি ছিল ৮ দশমিক ৭ শতাংশ।

জার্মানিতে উচ্চ মূল্যের কারণে খাদ্য, পোশাক ও আসবাবপত্রের মতো খাতে পরিবারের ব্যয় হ্রাস পেয়েছে। অন্যদিকে, জ্বালানি তেলের উচ্চ মূল্য ব্যবসা ও শিল্প উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলেছে।

দেশটির ফেডারেল পরিসংখ্যান সংস্থা 'ডিস্ট্যাটিস'-এর এক বিবৃতিতে আরও বলা হয়, দিনের পর দিন উচ্চ মূল্যস্ফীতি অব্যাহত থাকায় বছরের শুরুতে এটি জার্মান অর্থনীতির ওপর প্রভাব ফেলে।
সূত্র : আজকাল

 


আরো সংবাদ



premium cement