৩০ মার্চ ২০২৪, ১৬ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৫
`

ইউক্রেন সঙ্ঘাত নিরসনে পুতিনের সাথে সাক্ষাত করবেন ট্রাম্প

ইউক্রেন সঙ্ঘাত নিরসনে পুতিনের সাথে সাক্ষাত করবেন ট্রাম্প - ছবি : বাসস

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইউক্রেন সঙ্ঘাতের অবসান ঘটাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে সাক্ষাত করবেন।

সিএনএন টাউন হলের একটি অনুষ্ঠান চলাকালে ট্রাম্প বলেন, ‘আমি জয়-পরাজয়ের বিষয় নিয়ে ভাবি না। আমি মনে করি, এটা মীমাংসা করার বিষয়। তাই আমরা এই সকল মানুষকে হত্যা করা বন্ধ করি।’

ট্রাম্প ব্যাখ্যা দিয়ে বলেন যে তিনি প্রেসিডেন্ট হলে ২৪ ঘণ্টার মধ্যে এ সঙ্ঘাতের মীমাংসা করবেন।

তিনি আরো বলেন, ‘আমি চাই রাশিয়ান ও ইউক্রেনীয়রা মানুষ হত্যা করা বন্ধ করুক এবং আমি এটি ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ করব।’

ট্রাম্প বলেন, তিনি পুতিনকে অনেক স্মার্ট বলে মনে করেন। তবে সাবেক এ মার্কিন প্রেসিডেন্টের মতে, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে ‘পুতিন ভুল করেছেন।’

তিনি আরো উল্লেখ করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধাপরাধী হিসেবে আখ্যায়িত করার সময় এটি নয়। ‘যদি আপনি বলেন যে তিনি (পুতিন) একজন যুদ্ধাপরাধী, তাহলে এই সঙ্ঘাত বন্ধ করার জন্য কোনো চুক্তি করা অনেক কঠিন হবে।’

তিনি আরো বলেন, এটি এমন কিছু, যা ‘পরে আলোচনা করা উচিত। সূত্র : তাস/বাসস


আরো সংবাদ



premium cement