০৩ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৩ জিলকদ ১৪৪৪
`

ফিনল্যান্ডকে ন্যাটোয় নিতে প্রস্তুত হাঙ্গেরি

ফিনল্যান্ডকে ন্যাটোয় নিতে প্রস্তুত হাঙ্গেরি - ছবি : সংগৃহীত

৩০টি দেশের মধ্যে আর কেবল তুরস্ক বাকি থাকল। তারা সবুজ সংকেত দিলেই ফিনল্যান্ড ন্যাটোয় যোগ দিতে পারবে।

হাঙ্গেরির পার্লামেন্ট সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বস্তুত, ওই দিন তাদের পার্লামেন্টে একটি ভোটাভুটি হয়েছে। সেখানে ফিনল্যান্ডের পক্ষে ভোট দিয়েছেন অধিকাংশ এমপি। ১৮২ জন এমপি ফিনল্যান্ডের পক্ষে ভোট দিয়েছেন। বিরোধিতা করেছেন মাত্র ছয়জন। সকলেই ভোটে অংশ নিয়েছেন।

এর আগে দেশের শাসকদল ফিনল্যান্ডের ন্যাটোয় যোগ দেয়া নিয়ে নানা আলোচনা করছিল। একসময় মনে হচ্ছিল, শাসকদলের মধ্যে এনিয়ে দ্বিমত আছে এবং তার ফলে পার্লামেন্টে ভোটাভুটি হলে তা ফিনল্যান্ডের পক্ষে যাবে না। কিন্তু বাস্তবে সে ঘটনা ঘটেনি।

এদিন হাঙ্গেরির সিদ্ধান্তের পর ফিনল্যান্ডের আর কেবল একটি দেশের সমর্থন লাগবে। তুরস্ক এখনো ফিনল্যান্ডের সদস্যপদ আনুষ্ঠানিকভাবে মেনে নেয়নি। ন্যাটোর নিয়ম হলো, নতুন সদস্যপদ দিতে হলে ৩০টি দেশকেই তা সমর্থন করতে হবে। ফিনল্যান্ডের কেবল তুরস্কের সমর্থন প্রয়োজন।

রাশিয়া ইউক্রেন আক্রমণের পর ফিনল্যান্ড এবং সুইডেন ন্যাটোয় যোগদানের প্রস্তাব দেয়। এর আগে তারা ন্যাটোয় যোগদানে ইচ্ছুক ছিল না। বহু বছর ধরে তাদের নীতি, সামরিক ভারসাম্য রক্ষা করা এবং শক্তিসাম্যের নীতি মেনে চলা। কিন্তু রাশিয়ার আক্রমণের পর তারা সেই নীতি থেকে সরে আসে এবং ন্যাটোয় যোগ দেয়ার কথা জানায়।

ফিনল্যান্ডের পথ অনেকটা সুগম হলেও সুইডেন এখনো সমস্যায়।


আরো সংবাদ


premium cement
শিক্ষা উপকরণের দাম বাড়ায় শিক্ষার্থী ঝরে পড়ার শঙ্কা ইটালিতে ডুবে যাওয়া নৌকায় কেন এত গুপ্তচর ছিল মিয়ানমারে মোখায় ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে বাংলাদেশ ভারতে ট্রেন দুর্ঘটনায় ৪ বাংলাদেশী নিখোঁজ, আহত ২ রশিদ খানকে টেস্টে ভয় পান না আকরাম, আফগানিস্তানকে করছেন সমীহ কৃষি মন্ত্রণালয় অনুমোদন দিলেই পেয়াজ আমদানী : বাণিজ্যমন্ত্রী বসিক নির্বাচন : প্রার্থীদের বিরামহীন প্রচারণা বাজেটে ঋণের ওপর অতি নির্ভরতায় যেসব সঙ্কট হতে পারে আটলান্টিক পেরিয়ে আমেরিকায় না গেলে কিচ্ছু যায় আসে না : প্রধানমন্ত্রী বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় লোডশেডিং আশঙ্কাজনকভাবে বেড়েছে : প্রতিমন্ত্রী দাদা আল্লামা ইয়াহইয়ার বিদায়ের কয়েক ঘণ্টা পর নাতি ‘ইয়াহইয়া’র জন্ম

সকল