২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ইসরাইল থেকে অ্যারো-৩ ডিফেন্স সিস্টেম ক্রয় করছে জার্মানি

ইসরাইল থেকে অ্যারো-৩ ডিফেন্স সিস্টেম ক্রয় করছে জার্মানি - ছবি : সংগৃহীত

ইসরাইলের তৈরি অ্যারো-৩ অ্যান্টি-ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করতে যাচ্ছে জার্মানি। এ বিষয়ে তাদের আলোচনা দ্রুততার সাথে এগিয়ে চলেছে।

সোমবার কাতারের অর্থায়নে পরিচালিত মিডল ইস্ট মনিটর জেরুসালেমভিত্তিক সংবাদমাধ্যম দ্যা জেরুসালেম পোস্টের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ এই মাসের শুরুর দিকে প্রতিরক্ষা বিষয় নিয়ে আলোচনার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে দেখা করেন। এর পরেই এই ঘোষণা করা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় আগামী দুই সপ্তাহের মধ্যে এ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়ের বিষয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করবে।
সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement