২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

ইউক্রেনের হামলায় অসংখ্য রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস!

ইউক্রেনের হামলায় অসংখ্য রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস! - ছবি : সংগৃহীত

ইউক্রেন একটি বিস্ফোরণ ঘটিয়ে 'অসংখ্য' রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে। ক্রিমিয়ায় রাশিয়ার কৃষ্ণ সাগরে পরিবহনের সময় এই হামলা চালানো হয় বলে ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে। তবে সোমবার রাতে শক্তিশালী ক্যালিবর ক্ষেপণাস্ত্রগুলো কিভাবে ধ্বংস করা হলো তা বলা হয়নি।

সামাজিক মিডিয়ায় এক পোস্টে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বলা হয়, রুশ দখলকৃত ক্রিমিয়ায় উত্তরে ধানকোই নগরীতে বিস্ফোরণ ঘটে রুশ ক্যালিবর-কেএন ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। এগুলো রেলযোগে পরিবহন করা হচ্ছিল।

সংস্থাটি জানায়, এসব ক্ষেপণাস্ত্র রুশ কৃষ্ণসাগরীয় বহরের সাবমেরিনে পাঠানো হচ্ছিল।

এদিকে রুশ-সমর্থনপুষ্ট ধানকোই প্রশাসনের প্রধান ইহোর আইভিন জানিয়েছেন, নগরী ড্রোন হামলার শিকার হয়েছে এবং ৩৩ বছর বয়স্ক এক ব্যক্তি ড্রোন হামলায় আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশা করা যায়, তিনি বেঁচে ওঠবেন।

ইউক্রেনে রুশ হামলায় প্রায়ই ক্যালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ



premium cement