২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

শস্য রফতানি চুক্তির মেয়াদ ৬০ দিন বাড়াতে সম্মত রাশিয়া

শস্য রফতানি চুক্তির মেয়াদ ৬০ দিন বাড়াতে সম্মত রাশিয়া - ছবি : সংগৃহীত

রাশিয়া ইউক্রেন থেকে শস্য রফতানি চুক্তির মেয়াদ ৬০ দিন বাড়াতে সম্মত হয়েছে। কিয়েভ এ প্রস্তাবের সমালোচনা করেছে।

জেনেভায় সোমবার জাতিসঙ্ঘে কর্মকর্তাদের সাথে এক বৈঠকে এ বিষয়ে সম্মতি জানায় মস্কো। দেশটি বলেছে, বিশ্বজুড়ে বিদ্যমান খাদ্য ঘাটতির মধ্যে তারা তথাকথিত শস্যচুক্তির বিরোধিতা করবে না। তবে তারা এ চুক্তির মেয়াদ কেবলমাত্র ৬০ দিন পর্যন্ত বাড়াতে চায়।

এ বিষয়ে রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন বলেন, ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ (বিএসজিআই) -এর মেয়াদ ৬০ দিনের জন্য বাড়ানো হবে। তবে পরবর্তী সময়ে এটি প্রতিশ্রুত নয়, বরং কাজের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

রাশিয়া আরো জানিয়েছে, বিদ্যমান চুক্তিটির মেয়াদ আরো বাড়ানোর আগেই দেশটি এ বিষয়ে ‘বাস্তব অগ্রগতি’ দেখতে চায়।

এদিকে ইউক্রেন সতর্ক করে বলেছে, এটি মূল চুক্তির সাথে সাংঘর্ষিক। কিন্তু তারা প্রস্তাব বাতিল করবে না।

উল্লেখ্য, ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর দেশটি থেকে শস্য রফতানি বন্ধ হয়ে যায়। তখন বিশ্ববাজারে শস্যের সরবরাহ কমায় দাম আকাশ ছুঁয়ে যায়। সঙ্কট নিরসনে উদ্যোগ নেয় জাতিসঙ্ঘ ও তুরস্ক। তাদের মধ্যস্থতায় ইউক্রেনের শস্য রফতানির সুযোগ দিয়ে রাশিয়ার সাথে একটি চুক্তি করা হয়।
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement