২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

জার্মানিতে গুলি, নিহত ৭

জার্মানিতে গুলি, নিহত ৭ - ছবি : সংগৃহীত

জার্মানির হামবুর্গের একটি চার্চে বৃহস্পতিবার রাতে গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে হামলাকারী আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছে।

চার্চে জেহোভা'স উইনেস নামের খ্রিস্টানদের একটি গ্রুপের সম্মেলনে গুলিবর্ষণ করা হয়। হত্যাকারীর উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। পুলিশ ধারণা করছে, নিহদের মধ্যে হামলাকারীও থাকতে পারে।

পুলিশ জানায়, হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো নির্ভরযোগ্য তথ্য নেই।
পুলিশের মুখপাত্র হোলগার ভেহরেন বলেন, তদন্তকারীরা প্রাথমিকভাবে মনে করছেন যে এজন হামলাকারী ওই ভবনে ছিলেন এবং তিনিও মৃতদের মধ্যে রয়েছেন।

হামলায় কোন ধরনের অস্ত্র ব্যবহৃত হয়েছে, তাও পুলিশ জানায়নি।
ভেহরেন বলেন, পুলিশ ভবনটির ওপরের তলা থেকে গুলির শব্দ শুনেছিল। কিন্তু হামলাকারী পালিয়ে যাওয়ার কোনো ইঙ্গিত মেলেনি।

জেহোভা'স উইনেস খ্রিস্টানভিত্তিক একটি ধর্মীয় আন্দোলন। ১৯ শতকের শেষ দিকে যুক্তরাষ্ট্রে এর সৃষ্টি হয়। আন্দোলনটির সদরদফতর নিউ ইয়র্কে।

সূত্র : সিএনএন ও বিবিসি


আরো সংবাদ



premium cement