১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ইউক্রেনের খারকিভ ও ওডেসা অঞ্চলে রুশ হামলা

ইউক্রেনের খারকিভ ও ওডেসা অঞ্চলে রুশ হামলা। - ছবি : বাসস

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ ও দক্ষিণাঞ্চলীয় ওডেশা অঞ্চল লক্ষ্য করে রুশ বাহিনী হামলা চালাচ্ছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) স্থানীয় কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

গত কয়েক মাস ধরে রাশিয়া ইউক্রেনের সেবা সরবরাহকে বাধাগ্রস্ত করতে গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে।

খারকিভের গভর্নর ওলেগ সিনেগুবভ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, শত্রুরা এ অঞ্চলে প্রায় ১৫ বার হামলা চালিয়েছে। দখলদাররা আবারো গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্ত বানিয়েছে।

তিনি আরো বলেন, প্রাথমিক খবরে জানা গেছে খারকিভের বেসরকারি আবাসিক ভবন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এ দিকে খারকিভ শহরের মেয়র ইগোর তেরেখোভ বলেন, বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোয় শহরের কিছু অংশে সরবরাহ বিঘ্নিত হচ্ছে।

ওডেশা অঞ্চলের গভর্ণর মাকসিম মার্চনেকো বলেন, এ অঞ্চলের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এছাড়া ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার কারণে আবাসিক ভবনসমূহ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে সৌভাগ্যক্রমে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement

সকল