২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া দায়মুক্তি পেতে পারে না : ব্লিংকেন

ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া দায়মুক্তি পেতে পারে না : ব্লিংকেন। - ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়া দায়মুক্তি পেতে পারে না।’

শুক্রবার (৩ মার্চ) ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

জানা গেছে, ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের চতুর্পক্ষীয় নিরাপত্তা সংলাপের (কোয়াড) জি-২০ সম্মেলনের সাইড লাইনে এ বৈঠক করা হয়।

কোয়াড গ্রুপ এক বিবৃতিতে জানিয়েছে, রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি গ্রহণযোগ্য নয়।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের গোয়েন্দা প্রতিবেদনে বলেছে, রুশ প্রতিরক্ষা প্রতিষ্ঠানগুলো একটি শীর্ষ আন্তর্জাতিক অস্ত্র মেলায় তাদের পণ্যের প্রদর্শনী করছে।

মন্ত্রণালয় থেকে আরো বলেছে, প্রতিষ্ঠানগুলো তাদের অ্যারেনা-ই অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেমের (এপিএস) প্রচার করছে। এ পণ্য যুদ্ধ ক্ষেত্রে সাঁজোয়া যানকে আরো টেকসই করে তোলার জন্য নির্মিত।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার বৃহস্পতিবারের বক্তব্যে বলেন, ‘জাপোরিঝিয়ায় রাশিয়া নির্মম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলার সামরিক ও আইনি জবাব দেয়া হবে।’

তিনি আরো বলেন, ‘(আমাদের) ভূখণ্ড দখলকারীরা পরিশেষে আমাদের শক্তিমত্তা দেখতে পাবে।’

ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের শহর জাপোরিঝিয়ার একটি আবাসিক ভবনে রাশিয়া ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এ ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে।

জেলেনস্কি জানান, ক্ষেপণাস্ত্র হামলায় ভবনের তিনটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : ভয়েজ অব আমেরিকা


আরো সংবাদ



premium cement
ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৭ বাংলাদেশে নতুন করে বাড়ছে ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যা হিট অ্যালার্ট নিয়ে আবহাওয়া অধিদফতরের নতুন বার্তা ভান্ডারিয়ায় পিকআপ চাপায় বৃদ্ধ নিহত হোচট খেল লিভারপুল, পিছিয়ে গেল শিরোপা দৌড়ে যোদ্ধাদের দেখতে প্রকাশ্যে এলেন হামাস নেতা সিনওয়ার! ফের পন্থ ঝড়, ঘরের মাঠে গুজরাটকে হারাল দিল্লি ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র গ্রেফতারের পর যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ আরো বেড়েছে ইউক্রেন যুদ্ধে দুর্নীতি, পুতিনের নির্দেশে গ্রেফতার রুশ উপ-প্রতিরক্ষামন্ত্রী!  আমেরিকানরা কি ধর্ম থেকে সরে যাচ্ছে?

সকল