২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

জার্মানির শরণার্থী শিবিরে আগুন, নিহত ১

জার্মানির শরণার্থী শিবিরে আগুন, নিহত ১। - ছবি : সংগৃহীত

উত্তর জার্মানির শরণার্থী শিবিরের আগুনে একজন নিহত হয়েছে। শরণার্থীদের থাকার ১০টি অস্থায়ী বাসস্থানে আগুন লাগে। খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়।

জার্মান সংবাদসংস্থা ডিপিএ জানিয়েছে, দমকলকর্মীরা বিশেষ অক্সিজেন মুখোশ পরে ভিতরে ঢোকে। ভিতরে থেকে একজনকে নিহত উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পরিচয় ও আগুন লাগার কারণ জানায়নি পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার আনুমানিক সন্ধ্যা সাড়ে ৫টায় এ আগুন লাগে। পরে ঘটনাস্থলে তিনটি ইঞ্জিন ও ৭৫ জন দমকলকর্মী পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তারা আশপাশের বাড়ির মানুষকে দরজা-জানালা বন্ধ রাখতে বলে। তখন অনেক ধোঁয়া বের হচ্ছিল, তবে ঘণ্টাখানেকের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ওই জায়গায় প্রায় পাঁচ শ’ শরণার্থী ও গৃহহীন থাকত। তাদের ১০টি অস্থায়ী আবাস পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় প্রশাসনের এক মুখপাত্র জানান, যে ১০ জনের থাকার জায়গা পুড়ে গেছে, তাদের থাকার জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে।

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement