৩০ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯, ৭ রমজান ১৪৪৪
`

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব আরো বড় যুদ্ধের দিকে এগোচ্ছে, আশঙ্কা জাতিসঙ্ঘ মহাসচিবের

আন্তোনিও গুতেরেজ - ছবি : সংগৃহীত

ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ কয়েক দিনের মধ্যে এক বছরে পা দেবে। কিন্তু সেই ‘যুদ্ধ’ থামার কোনো নাম নেই। তার মধ্যেই বড় আশঙ্কার কথা শোনালেন জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিয়ো গুতেরেস। দাবি করলেন, রুশ-ইউক্রেন দ্বন্দ্ব আরো বড় যুদ্ধের দিকে এগোচ্ছে।

নতুন বছরে কোন কোন ক্ষেত্রে বিশেষ নজর দেয়া জরুরি, জাতিসঙ্ঘ সাধারণ সভায় তা নিয়ে বক্তৃতা করছিলেন গুতেরেস। ওই সময়ে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তোলেন তিনি। এ প্রেক্ষাপটেই গুতেরেসের আশঙ্কা, রুশ-ইউক্রেন দ্বন্দ্ব খুব শিগগিরই থামার নয়। বরং তা চলতেই থাকবে। পরিস্থিতি আরো খারাপ হতে পারে বলেও মন্তব্য করেন মহাসচিব। তার কথায়, ‘কেউ নিজের অজান্তে যুদ্ধে জড়িয়ে পড়বে না। সকলের চোখই খোলা থাকবে।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া। তার পর থেকে পানি অনেক দূর গড়িয়েছে। ইউক্রেনকে নানাভাবে এই যুদ্ধে সাহায্য করেছে পশ্চিমি দুনিয়া। কয়েকটি এলাকায় রাশিয়া পিছু হটেছে। কিছু এলাকায় আবার পুনর্দখলও করেছে। এই পরিস্থিতিতে জাতিসঙ্ঘের আশঙ্কায় যুদ্ধের ভবিষ্যত নিয়ে জল্পনা আরো বাড়ল।
সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ


premium cement