২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

তুরস্ককে সহায়তায় প্রস্তুত ইউক্রেন : জেলেনস্কি

তুরস্ককে সহায়তায় প্রস্তুত ইউক্রেন : জেলেনস্কি - ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তুর্কি জনগণকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত ইউক্রেন। তুরস্কে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির পর জেলেনস্কি এ ঘোষণা দেন।

সোমবার ভোরে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ানতেপে সাত দশমিক আট মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।

সিরিয়া সীমান্ত-সংলগ্ন এলাকায় স্থানীয় সময় ৪:১৭টায় (জিএমটি ০১:১৭) ভূমিকম্পটি আঘাত হানে।

তুরস্কে এক শ’ বছরের বেশি সময়ের মধ্যে এই ধরনের ভয়াবহ ভূমিকম্প আঘাত হানেনি।

ভূমিকম্পে দেশ দুটিতে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়ে গেছে। তুরস্কে মৃত্যু হয়েছে ৭৬ জনের। আর সিরিয়ায় দ্রুত মৃত বেড়ে দাঁড়িয়েছে ২৩৭ জনে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জেলেনস্কি বলেন, আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। আমরা এই মুহূর্তে তুর্কি জনগণকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত।
সূত্র : আল-জাজিরা


আরো সংবাদ



premium cement