৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯, ৮ রমজান ১৪৪৪
`

ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যা না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন পুতিন!

পুতিন ও জেলেনস্কি - ছবি : সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে হত্যা করা হবে না মর্মে প্রতিশ্রুতি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এই প্রতিশ্রুতি পেয়েছিলেন বলে ইউটিউবে পোস্ট করা এক সাক্ষাতকারে জানিয়েছেন।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের প্রথম দিকে মধ্যস্ততাকারী হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন নাফতালি। তিনি যুদ্ধ শুরুর কয়েক দিনের মধ্যে (মার্চে) রাশিয়া সফরও করেছিলেন।

বেনেত বলেন, তার মধ্যস্ততা চেষ্টায় তেমন ফল হয়নি। পাঁচ ঘণ্টার সাক্ষাতকারে তিনি বিভিন্ন বিষয় তুলে ধরেন।
তিনি পুতিনের কাছে জানতে চেয়েছিলেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হত্যা করতে চান কিনা।
তিনি বলেন, "আমি জিজ্ঞাসা করেছিলাম, 'আপনি কি জেলনস্কিকে হত্যা করার পরিকল্পনা করছেন?' তিনি বলেছিলেন, 'আমি জেলনস্কিকে হত্যা করব না।' আমি তখন তাকে জিজ্ঞাসা করেছিলাম, 'আমি ধরে নিচ্ছি যে আপনি কথা দিচ্ছেন, আপনি জেলেনস্কিকে হত্যা করবেন না।' তিনি বলেছিলেন, 'আমি জেলেনস্কিকে হত্যা করব না।'"

বেনেত এরপর বলেন, তিনি তখন ফোন করে পুতিনের প্রতিশ্রুতির কথা জেলেনস্কিকে অবহিত করেন।

বেনেত বলেন, "শুনুন, আমি একটি বৈঠক শেষ করেছি। তিনি আপনাকে হত্যা করবেন না।' তিনি (জেলেনস্কি) জানতে চাইলেন, 'আপনি নিশ্চিত?' আমি বললাম, '১০০ ভাগ, তিনি আপনাকে হত্যা করবেন না।'"

তবে ইউক্রেন এই প্রতিশ্রুতিকে মিথ্যা হিসেবে অভিহিত করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বলেন, পুতিন 'বিশেষজ্ঞ মিথ্যাবাদী।'

বেতেন অল্প সময়ের জন্য ইসরাইলের প্রধানমন্ত্রী হতে পেরেছিলেন। তারপর বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে হেরে ক্ষমতা হারান। তিনি এখন রাজনীতি থেকে অবসর নিয়েছেন।

সূত্র : আল জাজিরা


আরো সংবাদ


premium cement
পুঠিয়ায় ইমামের বেতন চাওয়ায় ২ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা এবার 'ভোট চুরি' করতে দেবে না বিএনপি : আমীর খসরু ভূয়া নিয়োগপত্র প্রদানকারী সিন্ডিকেট প্রধান গ্রেফতার ভূয়া নিয়োগপত্র প্রদানকারী সিন্ডিকেট প্রধান গ্রেফতার ঢাকাস্থ উল্লাপাড়া উপজেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত ভূয়া নিয়োগপত্র প্রদানকারী সিন্ডিকেট প্রধান গ্রেফতার ভূয়া নিয়োগপত্র প্রদানকারী সিন্ডিকেটের প্রধান গ্রেফতার আবারো বেড়েছে ব্রয়লারের দাম সিলেটে বিএনপির কর্মসূচিতে পুলিশের আপত্তি, প্যান্ডেল তৈরিতে বাধা লাখো জনতার অংশগ্রহণে হাটহাজারী মাদরাসার প্রধান মুফতি নূর আহমাদের জানাজা সম্পন্ন পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

সকল