২৭ মার্চ ২০২৩, ১৩ চৈত্র ১৪২৯, ৪ রমজান ১৪৪৪
`

টেলিফোনে জার্মানিকে হুমকি দেননি পুতিন : শলৎস


রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টেলিফোনে আলাপকালে ‘আমাকে কিংবা জার্মানিকে’ হুমকি দেননি।

বিল্ড আম সন্টাগ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস এ কথা বলেন।

খবর তাসের।

জার্মান চ্যান্সেলর উল্লেখ করেন যে না, পুতিন আমাকে কিংবা জার্মানি কাউকে হুমকি দেননি। রুশ নেতার সাথে টেলিফোনে আলাপকালে একেবারে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি স্পষ্টভাবে চিহ্নিত করা হয়েছে।

তিনি আরো বলেন, জার্মানি মাথা ঠাণ্ডা রাখবে এবং ভবিষ্যতে সব সিদ্ধান্ত বুঝে শুনে কাজ করবে।

পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র কেবলমাত্র ইউক্রেন অঞ্চলেই ব্যবহার করার বিষয়ে কোনো চুক্তি হয়েছে কিনা- এ প্রশ্নের জবাবে শলৎস বলেন, এ বিষয়ে বোঝাপড়া রয়েছে।


আরো সংবাদ


premium cement