২৬ মার্চ ২০২৩, ১২ চৈত্র ১৪২৯, ৩ রমজান ১৪৪৪
`

‘পশ্চিমা অস্ত্র রাশিয়ায় আঘাত করবে না’

‘পশ্চিমা অস্ত্র রাশিয়ায় আঘাত করবে না’ -

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমাদের সরবরাহ করা অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে হামলার জন্য ব্যবহার না করার ব্যাপারে সম্মত হয়েছেন। জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ রোববার এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

জার্মান নেতা সাপ্তাহিক বিল্ড অ্যাম সোনট্যাগের সাথে এক সাক্ষাৎকারে বলেন, এ বিষয়ে একটি ঐকমত্য হয়েছে।

ইউক্রেনের পশ্চিমা মিত্ররা দেশটিকে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম রকেট এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, সেইসাথে ট্যাঙ্ক দিয়ে সজ্জিত করার প্রতিশ্রুতি দিয়েছে, এ সব অস্ত্র ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রাশিয়ান সৈন্যদের হটানোর চেষ্টায় সহায়ক হবে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির মতো দেশের হস্তক্ষেপকে তার জাতির সংগ্রামের সাথে তুলনা করেছেন।

স্ট্যালিনগ্রাদের যুদ্ধে সোভিয়েত বিজয়ের ৮০তম বার্ষিকীতে বৃহস্পতিবার তিনি বলেন, ‘বারবার আমরা পশ্চিমের যৌথ আগ্রাসনকে প্রতিহত করতে বাধ্য হচ্ছি।’ তবে চ্যান্সেলর ওলাফ স্কোলজ এই তুলনা প্রত্যাখ্যান করেছেন।

তিনি বলেন, ‘তার কথাগুলো অযৌক্তিক ঐতিহাসিক তুলনার একটি সিরিজের অংশ যা তিনি ইউক্রেনের উপর তার আক্রমণকে ন্যায্যতা দিতে ব্যবহার করেন।’ স্কোলজ বলেন, ‘কিন্তু কিছুই এই যুদ্ধকে সমর্থন করে না।’

তিনি বলেন, ‘আমাদের মিত্রদের সাথে একত্রে, আমরা ইউক্রেনকে যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহ করছি যাতে দেশটি আত্মরক্ষা করতে পারে। আমরা আমেরিকা থেকে শুরু করে আমাদের মিত্রদের সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে অস্ত্রের প্রতিটি সরবরাহ অত্যন্ত সতর্কতার সাথে নিরুপন করেছি।’

তিনি বলেন, ‘যুদ্ধের ব্যাপকতা এড়াতে’ ঐক্যমত্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
সূত্র : বাসস


আরো সংবাদ


premium cement
অমুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধার তালিকায় যেভাবে পোল্ট্রির বাজার নিয়ন্ত্রণে নিচ্ছে করপোরেট কোম্পানিগুলো স্বাধীনতা দিবসে বিজয়ী লাল দল বিশ্ব রেকর্ড দক্ষিণ আফ্রিকার পরীক্ষা করা ৫৬ নদীর সবকটিই অতিমাত্রায় দূষিত, ৩টির অবস্থা ভয়াবহ ‘সিতারা-ই-ইমতিয়াজে’ ভূষিত হলেন পাকিস্তানের বিশিষ্ট আলেম মাওলানা হানিফ জলান্ধরি (ভিডিও) টিউবওয়েলের পানি নিয়ে ঝগড়া, মারা গেলেন বড় ভাই রাজনগরে কাঁচা রাস্তা পাকার দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন সিরাজগঞ্জ সড়কে প্রাণ গেল সদ্যবিবাহিত পিটিআই কর্মকর্তার কৃচ্ছ্রতা, সংযম ও আত্মশুদ্ধির মাসে বৈপরীত্য যুক্তরাষ্ট্রে ভারতীয় সাংবাদিকের ওপর খালিস্তানিদের হামলা

সকল